১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন জার্মানিতে

২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি জার্মানিতে আগাম নির্বাচনের ভোটগ্রহণ - ছবি : সংগৃহীত

মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই জার্মানিতে পতন ঘটেছে চ্যান্সেলর ওলাফ শোলৎজের নেতৃত্বাধীন জোট সরকারের। এ পরিস্থিতিতে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাজনৈতিক দলগুলো।

২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি জার্মানিতে আগাম নির্বাচনের ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলগুলো।

জার্মানির পার্লামেন্ট ও বড় রাজনৈতিক দলগুলোর একাধিক সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আগাম নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। 

নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে একটি সূত্র জানিয়েছে, আগাম নির্বাচনের বিষয়ে ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এসপিডি এবং বিরোধী খ্রিস্টীয় গণতন্ত্রী বা সিডিইউ দলের মধ্যে বোঝাপড়া হয়েছে। ওই প্রেক্ষাপটে নির্ধারণ করা হয়েছে নির্বাচনের তারিখ।

এছাড়া আগামী ১৬ ডিসেম্বর বিরোধীদের আস্থা ভোটের মুখোমুখি হতে হবে শোলৎজকে। তবে যেহেতু তার নেতৃত্বাধীন সরকার ইতোমধ্যেই ভেঙে গেছে, তাই সেই ভোটের ফলাফল তার জন্য ইতিবাচক হবে এমন আশা কম।

২০২১ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন জার্মানির রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা শোলৎজ। নির্বাচনে জয়ে পর ফ্রি ডেমোক্রেটিক পার্টি এবং গ্রিন পার্টি অব জার্মানি দু’ দলকে সাথে নিয়ে ত্রিদলীয় জোট সরকার গঠন করেন তিনি।

তবে গত কয়েক মাস ধরে জোট শরিক গ্রিন পার্টি অব জার্মানির সাথে টানাপোড়েন চলছিল শোলৎজের নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। এই দ্বন্দ্বের জেরে গত ৭ নভেম্বর অর্থমন্ত্রী ও গ্রিন পার্টির নেতা ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করেন শোলৎজ।

মূলত বাজেট নীতি ও জার্মানির অর্থনীতির গতিমুখ নিয়ে জোট সরকারের তিন শরিকের মধ্যে গত কয়েক মাস ধরে যে বিবাদ চলছে, তার জেরেই বুধবার লিন্ডনারকে মন্ত্রিসভা অব্যাহতি দেন তিনি।

কিন্তু শোলৎজের এই পদক্ষেপের জেরে জোট শরিকদের ঐক্যে বড় আঘাত আসে এবং তার নেতৃত্বাধীন সরকারেরও বিদায় ঘণ্টা বেজে যায়।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে দেশে কোরআনের আইন চালুর বিকল্প নেই : মুজিবুর সিংগাইরে চাঁদাবাজির মামলায় ২ সংবাদকর্মী জেলহাজতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘জুটমিল বন্ধ করে শেখ হাসিনা শিল্পাঞ্চলকে ধ্বংসস্তুপে পরিণত করেছেন’ দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব : ডা. শফিকুর রহমান পলকের গামছা বাঁধা মুখের ছবি তুলতে বাধা পুলিশের 'মীর কাশেম আলী সিঙ্গাপুরের মতো উন্নত দেশ গড়ার কাজ করেছিলেন' সোনার দাম আবারো কমলো ‘সিলেটে অবিলম্বে তুরাব হত্যাকারীদের গ্রেফতারের দাবি’ জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু অস্ট্রেলিয়ার গাজীপুরে ২ পোশাককারখানায় ২০০ শ্রমিককে পুনর্বহাল

সকল