০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাশিয়া-উত্তর কোরিয়ার সহযোগিতা বৃহত্তর হুমকি : ন্যাটো প্রধান

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা - ছবি : ভয়েস অব আমেরিকা

ন্যাটোর প্রধান মার্ক রুট্টে বলেছেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা এমন একটা হুমকি যা ইউরোপের বাইরেও প্রসারিত এবং সমষ্টিগতভাবে এর মোকাবিলা করা দরকার।’

বুদাপেস্টে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের আগে রুট্টে সংবাদদাতাদের বলেন ‘উত্তর কোরিয়ার ভূমিকা কার্যত দেখিয়ে দিচ্ছে চীন, উত্তর কোরিয়া, রাশিয়া ও অবশ্যই ইরানের মতো দেশগুলো কিভাবে একসাথে কাজ করছে।’

তিনি বলেন, ‘এটা কেবল ন্যাটোর ইউরোপীয় অংশের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্যও বড়সড় হুমকি কারণ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার সাহায্যের বিনিময়ে রাশিয়া এই দেশকে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করছে।’

রুট্টে বলেন, ‘রাশিয়া যদি ইউক্রেনে সফল হয়, তাহলে তারা আরো সাহসী ও ভালোভাবে সজ্জিত হয়ে উঠবে যা ন্যাটোর সীমান্ত ও যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।’

ন্যাটোর নেতা বলেন, ‘আমরা সমষ্টিগতভাবে কিভাবে এই হুমকির মোকাবিলা করতে পারি ও বিশ্বে আমাদের অঞ্চলগুলোকে নিরাপদ রাখতে পারি। তা নিয়ে নতুন ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করতে তিনি আগ্রহের সাথে অপেক্ষা করছেন।’

বৃহস্পতিবার সোলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়া কতটা যুক্ত হয় সে দিকে লক্ষ্য রেখে তার সরকার ধীরে ধীরে সহযোগিতার কৌশলকে ধাপে ধাপে নির্ধারণ করবে।’

ইয়ুন বলেন, ‘অর্থাৎ অস্ত্র সরবরাহের সম্ভাবনাকে আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না।’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ১০ হাজারের বেশি সৈন্য মোতায়েন করেছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি গ্রুপ অফ সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার একটি যৌথ বিবৃতি জারি করে ইউক্রেনের বিপক্ষে রাশিয়ার আগ্রাসনে ডিপিআরকের প্রত্যক্ষ সাহায্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম (ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া বা ডিপিআরকে) উল্লেখ করা হয়।

রাশিয়া ডিপিআরকে-কে পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র সংক্রান্ত প্রযুক্তি হস্তান্তর করতে পারে, এমন সম্ভাবনা নিয়েও তারা গুরুতর উদ্বেগের কথা জানিয়েছেন।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
সিরাজদিখানে বড় ভাইকে কুপিয়ে হত্যা করল ছোট ভাই ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন পুতিন ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের সব অঙ্গকে বিকলাঙ্গ করে ফেলেছে : গোলাম পরওয়ার সাগরের নীলে মিশে গিয়েছিলাম এক দিন মিরসরাইয়ে গনধর্ষনের ঘটনায় একজন গ্রেফতার ইসরাইলি হামলায় গাজা ও লেবাননে আরো শতাধিক নিহত ইসরাইলি হামলায় হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহর ৪ আত্মীয় নিহত সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান র‌্যালিতে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা ট্রাম্প জয়ী হওয়ায় বাংলাদেশ-মার্কিন সম্পর্কে কী প্রভাব পড়বে সরকারকে বিব্রত করতে একের পর এক হত্যাকাণ্ড : যশোর জামায়াত

সকল