বহু ড্রোন হামলা ব্যর্থ করার দাবি ইউক্রেন-রাশিয়া উভয়ের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ অক্টোবর ২০২৪, ১০:০১
রাশিয়া শনিবার বলেছে, তারা ৪৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপতিত করেছে এবং কিয়েভ জানায়, তারা মস্কোর উৎক্ষেপণ করা ২৪টি ড্রোন নিষ্ক্রিয় করেছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়ার সীমান্ত অঞ্চল বেলগোরোদ থেকে অনেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
তবে তারা কোনো সংখ্যা বা ধরন উল্লেখ করেনি।
এতে বলা হয়, রাশিয়া ইউক্রেনে ২৮টি ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে ২৪টি ড্রোন সুমি, পোলতাভা, ডিনিপ্রোপেট্রোভস্ক, মিকোলায়েভ এবং খারসন অঞ্চলেই ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের চিফ অফ স্টাফ আরো বলেন, কিয়েভের বাহিনী পূর্বাঞ্চলে রাশিয়ার অধিকৃত লুগানস্ক অঞ্চলে রাতে একটি জ্বালানি ডিপোতে হামলা চালায় এবং তাতে আগুন ধরে যায়। তারা আর বিস্তারিত কিছু জানাননি।
মস্কো হামলার বিষয়টি নিশ্চিত করেনি। কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের বাহিনী রাতে ৪৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপতিত করেছে। এর মধ্যে ১৭টি দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্রাস্নোদার অঞ্চলে, ১৬টি আজভ সাগরে এবং ১২টি কার্স্কের সীমান্ত অঞ্চল থেকে ভূপাতিত করা হয়।
ক্রাস্নোদারের গভর্নর যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, ইউক্রেনের ড্রোন হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি গাড়ি আগুনে পুড়ে গেছে।
রুশ বাহিনী পূর্বাঞ্চলের ফ্রন্ট লাইন ধরে এগিয়ে এসেছে এবং ইউক্রেনের পাওয়ার গ্রিডকে লক্ষ্যবস্তু করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে দেশটি কঠিনতম শীতের সম্মুখীন হয়েছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা