১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আজ সালমান শাহ’র জন্মদিন

আজ সালমান শাহ’র জন্মদিন -

আজ বাংলাদেশের সিনেমার অমর নায়ক সালমান শাহ’র ৫৩’তম জন্মদিন। বেঁচে থাকলে আজ তিনি ৫৩ পূর্ণ করে ৫৪’তে পা দিতেন। হয়তো আজ তার জন্মদিনকে ঘিরে থাকতো বর্ণাঢ্য কোনো আয়োজন। কিন্তু সবার প্রিয় এই নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে গিয়েছিলেন। সালমানের মৃত্যুবার্ষিকী এবং জন্মদিন এলেই যে তাকে নিয়ে আলোচনা হয় এমনটি নয়। পুরো বছরজুড়ে নানান কারণে তিনি আলোচনায় থাকেন। সালমান শাহ’র জন্মদিন উপলক্ষে দেশের নানান অঞ্চলে সালমান ভক্তদের গঠিত ‘সালমান শাহ ফ্যান ক্লাব’-এর সদস্যরা তার জন্মদিন উদযাপন করবে। তবে ‘বাংলাদেশ চলচ্চিত্র সমিতি’ সালমান শাহ’র জন্মদিন উপলক্ষে বিশেষ কিছু করছেনা। সালমান শাহ’র জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। তার পিতার নাম কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখঘাটে আর নানার বাড়ি দারিয়া পাড়ায় । যে বাড়ির নাম এখন ‘সালমান শাহ হাউজ’।

তার নানা পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ অভিনয় করেছিলেন। অভিনয়ে সালমানও তাই সেই নানার কারণেই আসা। স্কুলে পড়ার সময় সালমান শাহ বন্ধুমহলে সঙ্গীতশিল্পী হিসেবে বেশ পরিচিত ছিলেন।। ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে পাস করেছিলেন তিনি। চলচ্চিত্রে আসার আগেই ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন তিনি। স্ত্রী ছিলেন সামিরা হক। যদিও বা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয় করেই আকাশচুম্বী জনপ্রিয়তা পান সালমান শাহ। কিন্তু তার আগেই তিনি নাটকে অভিনয় করেন। মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে সালমান শাহ’র অভিনয় জীবন শুরু হয়। ওই নাটকের কেন্দ্রীয় চরিত্রে তৌকীর আহমেদ অভিনয় করলেও সালমান শাহ’র চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীতে আরো বেশকিছু নাটকে অভিনয় করেও দারুণ প্রশংসিত হয়েছিলেন সালমান। সিনেমার পাশাপাশি নাটকেও তার উপস্থিতি দর্শকের মধ্যে ভীষণ সাড়া ফেলেছিল। যদিও বা মৌসুমীর সাথে সিনেমাতে সালমানের অভিষেক হয়। পরবর্তীতে মৌসুমীর সাথে আরো দুটি সিনেমা ‘স্নেহ’, ‘অন্তরে অন্তরে’তে অভিনয় করলেও আর কোনো সিনেমাতে তাদের দেখা যায়নি। শাবনূরের সাথেই বেশি সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ যে জুটিকে এখনো সিনেমার অন্যতম সেরা জুটি হিসেবে আখ্যা দেয়া হয়। সালমান শাহের সাথে জুটি হয়ে আরো অভিনয় করেছিলেন শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চি।


আরো সংবাদ



premium cement
অশান্ত মনিপুরে কারফিউ বাকুতে বিশ্বনেতাদের কণ্ঠে প্রধান উপদেষ্টার প্রশংসা ১০ বিভাগে বড় সমাবেশ করবে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে : মির্জা ফখরুল শেখ হাসিনাকে গ্রেফতারে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি গাইবান্ধায় হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমকেই ভূমিকা রাখতে হবে : তথ্য উপদেষ্টা ট্রাইব্যুনালে ৯ র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে পা হারানো লিমনের অভিযোগ দায়ের ওলামাদের মধ্যে রূহানি ঐক্য প্রয়োজন বিশ্বে জলবায়ু সঙ্কট ও সঙ্ঘাতে ১২ কোটি শরণার্থী সতর্ক করল জাতিসঙ্ঘ ডিএনএ টেস্টে মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী প্রমাণিত

সকল