২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রিয় অভিনেত্রী হয়ে উঠছেন নওবা তাহিয়া

-

নওবা তাহিয়া, বাংলাদেশের নাটকপ্রেমী দর্শকের কাছে নতুন প্রিয় এক মুখ। তার প্রচারিত বেশকিছু নাটকের মধ্যে যেসব দর্শক তার অভিনীত যেকোনো একটি নাটক একবার মন দিয়ে উপভোগ করেছেন, তারাই তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন। যে কারণে সেসব দর্শকই তার অভিনীত অন্যন্য নাটকগুলো ইউটিউবে খুঁজে খুঁজে উপভোগ করার চেষ্টা করেন। দর্শকের কাছে এভাবেই ধীরে ধীরে প্রিয় অভিনেত্রী হয়ে উঠছেন নওবা। নওবা তার অভিনয় জীবনের চলার পথের শুরু থেকেই যেমন ভালো গল্প পেয়েছেন, ঠিক তেমনি সেসব গল্পে নিজের মনের মতো চরিত্রও পেয়েছেন। যে কারণে মন দিয়ে তিনি অভিনয় করতে পেরেছেন। বিটিভিতে ছোটবেলায় শিশুদের অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’র উপস্থাপনা করতেন। আবৃত্তিও করতেন তিনি। বড় বেলায় এসে একই অনুষ্ঠানের ঘটনাক্রমে উপস্থাপনা করতে হয় তাকে। তার শৈল্পিক উপস্থাপনার কারণেই পরে বিটিভিরই সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’ নাটকে অভিনয় করেন বর্ষা চরিত্রে। তিনিই ছিলেন নাটকের প্রধান চরিত্র।

কাজী নূরুল হুদা জাহাঙ্গীর রচিত ও সাহরিয়ার মোহাম্মদ হাসান প্রযোজিত এ নাটকটি প্রচারের পর নবাগত অভিনেত্রী হিসেবে বেশ আলোচনায় আসেন তিনি। এর পরেও তিনি বিটিভির সাপ্তাহিক নাটক ‘আদালত’,‘ মধ্যবিত্ত’,‘ স্বপ্ন মৃত্যু ভালোবাসা’সহ ঈদুল আজহার বিশেষ নাটক ‘মধুযাত্রা’তে অভিনয় করেন। তবে নওবা অভিনীত যে নাটকটি সবচেয়ে বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন এবং যে নাটকে ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন সেটি হলো ইমরাউল রাফাত পরিচালিত নিলয় আলমগীরের বিপরীতে ‘চুপিচুপি’ নাটকটি। ফেব্রুয়ারিতে প্রকাশিত নাটকটি দেড় কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নওবা অভিনীত অন্যান্য আলোচিত নাটকের মধ্যে রয়েছে রুবেল আনুশের ‘সালিশ’, ‘মেঘফুল’, ‘প্রথম প্রেমের বানান ভুল’(শর্টফিল্ম)সহ ‘অন্য্যা পরিচালকদের ‘বুনোহাঁস’, ‘বিসর্জন’,‘ বড্ড মায়া লাগে’, ‘ সহযাত্রী’, ‘জেদ’।


আরো সংবাদ



premium cement