২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আজ আবুল হায়াতের ৮০তম জন্মদিন

-

আজ একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াতের ৮০তম জন্মদিন। আজ তিনি তার জীবন চলার পথে ৮০ বছর পূর্ণ করেছেন বলে জানালেন। তবে দিনটিকে ঘিরে যে উৎসবের কথা ছিল সেই সিদ্ধান্ত থেকে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের কথা ভেবে এবং দেশে বন্যাদুর্গত এলাকাবাসীর কথা ভেবে সরে এসেছেন। আবুল হায়াত জানান, রাজধানীর বেইলি রোডে নিজ বাসাতেই স্ত্রীর সাথে ঘরোয়াভাবে দিনটি উদযাপন করবেন। তবে একেবারেই অনানুষ্ঠানিকভাবে আজ বিকেলে ‘অভিনয় শিল্পী সংঘ’-এর উদ্যোগে আবুল হায়াতের ৮০তম জন্মদিন উদযাপন করা হবে বলেও জানান তিনি। আবুল হায়াত জানান, বিকেল ৫টায় তিনি ‘অভিনয় শিল্পী সংঘ’র অফিসে যাবেন তিনি। মূলত, সহশিল্পীদের বিশেষ অনুরোধেই তিনি ‘অভিনয় শিল্পী সংঘ’-এর এই অনানুষ্ঠানিক আয়োজনে যোগ দিতে সম্মত হয়েছেন। এদিকে চলতি মাসের একেবারেই শেষ প্রান্তে প্রকাশ করার কথা রয়েছে আবুল হায়াতের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘রবি পথ’। বিগত ১০ বছর ধরে তিনি তার এই আত্মজীবনীমূলক গ্রন্থটি লিখে যাচ্ছেন বলে জানালেন। জন্মদিন, অভিনয়, নির্মাণ এবং আত্মজীবনী মূলক গ্রন্থ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘সত্যি বলতে কী বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী এবং পরবর্তীতে সারা দেশের বন্যা পরিস্থিতি বিবেচনা করে আমার ৮০তম জন্মদিন নিয়ে যে পরিকল্পনা ছিল তা বাতিল করেছি। পরবর্তীতে তা করা যেতে পারে, কিন্তু এখন নয়। আর বইটি মূলত আমার স্ত্রী, আমার দুই সন্তান বিপাশা নাতাশা এবং তৌকীর, শাহেদের প্রবল আগ্রহে এবং চাপেই দীর্ঘ ১০ বছর সময় লাগলেও অবশেষে শেষ করতে পেরেছি। শেষ পর্যন্ত যে বইটি প্রকাশ করতে পারছি, এটিই আসলে অনেক কিছু। ভালো গল্প পেলে কিংবা সময়োপযোগী গল্প রচনা করতে পারলে এখনো নাটক নির্মাণের ইচ্ছে আছে। আর অভিনয় তো এখনো করে যাচ্ছি।

 

 

 


আরো সংবাদ



premium cement