২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জন্মদিনে ভক্তদের যে বার্তা দিলেন বেবী নাজনীন

জন্মদিনে ভক্তদের যে বার্তা দিলেন বেবী নাজনীন -

২৩ আগস্ট ছিল বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেবী নাজনীনের জন্মদিন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘরোয়া আয়োজনে দিনটি উদযাপন হয়েছে। এ ছাড়া দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা উদযাপন করেছেন প্রিয় শিল্পীর বিশেষ এ দিনটি। বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। তবে বিভিন্ন দেশের অনুষ্ঠানে বেবী নাজনীনের অবস্থান সবসময়ই উজ্জ্বল। এবার জন্মদিন উপলক্ষে জানালেন দেশে ফেরার খবর। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে দেশে ফিরবেন ‘উত্তরবঙ্গের দোয়েল’ খ্যাত এইশিল্পী। জন্মদিন প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, এবারের জন্মদিন আমার জন্য স্পেশাল ছিল। কারণ দেশের মানুষ যখন দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করছে তখন এই জন্মদিন এসেছে। ইচ্ছে ছিল এবার একটু আয়োজন করে দিনটি উদযাপন করব। কিন্তু বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী ১২টি জেলার ওপর দিয়ে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা গেল, তা নজিরবিহীন। সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় তাই আর জন্মদিন আয়োজন করা হয়নি। এখন যত দ্রুত সম্ভব দেশে এসে তাদের পাশে দাঁড়াতে পারলে, সহযোগিতা করতে পারলে ভালো লাগবে। তাই ইচ্ছে আছে সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ঢাকা ফেরার। তার আগে আগামী ৩১ আগস্ট কানাডার টরেন্টোর বার্চমাউন্ট পার্কে অনুষ্ঠেয় ষষ্ঠ সম্মিলিত বাংলা মেলায় পারফর্ম করব। জন্মদিনের কোন বিষয়টি সবচেয়ে ভালো লাগে, জানতে চাইলে ‘ব্ল্যাক ডায়মন্ড’ বলেন, অনেকেই ফুল নিয়ে আসেন। অনেকে দূর-দূরান্ত থেকে ফোন করে শুভেচ্ছা জানান। আবার দেশে ও দেশের বাইরে অনেকে আমার জন্মদিন উপলক্ষে কেক কাটেন, অনেকের সাথে আমাকে ফোনেই যোগ দিতে হয় কেক কাটার পর্বে। এগুলো ভালো লাগে।


আরো সংবাদ



premium cement