২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দাবি নিয়ে না দাঁড়িয়ে বন্যার্তদের বাঁচানোর আহ্বান তারকাদের

-


দেশে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের তিন দিন পর গত ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্র্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এরপর থেকেই নানা দাবি-দাওয়া নিয়ে রাস্তায় প্রতিদিনই মিছিল মিটিং করছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। গত কয়েক দিন ধরে দেশের বেশ কিছু জেলা যখন স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে তখনো থেমে নেই দাবি আদায়ের জন্য মিটিং মিছিল। এ অবস্থা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। তারা বলেছেন, দাবি নিয়ে আপাতত না দাঁড়াই, আগে দেশ বাঁচাই।

‘আয়নাবাজি’ সিনেমার নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এ নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়ে লিখেছেন, ‘নির্লজ্জের মতো এখনই সব দাবি নিয়ে না দাঁড়াই, আগে দেশ বাঁচাই, এ রকম বন্যা দেখেনি বাংলাদেশ। অন্যকে দাঁড়াতে না বলে নিজে দাঁড়ান। প্যানিক করবেন না, সরকারকে সাহায্য করুন।’
দেশের আট জেলা কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া বন্যাকবলিত হয়ে পড়েছে। এখন পর্যন্ত বেশ কিছু মৃত্যুর খবরও পাওয়া গেছে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষের একতা। সেই আটাশির বন্যা থেকে দেখে আসছি। বিপদে আমরা একে অন্যের পাশেই থাকি। জুলাই বিপ্লবের আগে এবং পরেও আমরা দেখিয়েছি। লেটস ডু ইট অ্যাগেইন।

লেটস ফোকাস অন ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি। লেটস ওয়ার্ক টুগেদার।’ সঙ্গীতশিল্পী আসিফ লিখেছেন, ‘বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলিমাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবেলা করব। ইনশাআল্লাহ।’ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘ফেনী, নোয়াখালীসহ অন্যান্য বন্যাকবলিত এলাকার জন্য প্রার্থনা রইল। আসুন সবাই নিজ নিজ জায়গা থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।’ চিত্রনায়িকা অপু বিশ্বাস এক স্ট্যাটাসে লিখেছেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লার জন্য দোয়া করুন। একটি শিশুর ছবি পোস্ট করে ক্যাপশনে চিত্রনায়িকা পরীমণি লিখেছেন, ‘আল্লাহ! কী করব আমি! বুকের ভেতর দুমড়েমুচড়ে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাব! আল্লাহ তুমি সহায় হও। কেউ নেই আর এখন...আমি যাবো।

আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করব ইনশাআল্লাহ।’ সঙ্গীতশিল্পী তাসরিফ খান লিখেছেন, ‘ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে! যত দ্রুত সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হবে সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করে বন্যায় আক্রান্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সহায়তা করা। অনতিবিলম্বে সরকারকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করতে হবে।’ চিত্রনায়িকা নিপুণ আক্তার লিখেছেন, ‘ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চল বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।
সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ রইল।’ সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজা লিখেছেন, ‘কুমিল্লা, ফেনী, নোয়াখালীর বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সবাই যে যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করুন প্লিস। সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ রইল।

 


আরো সংবাদ



premium cement