আসছে ইউসুফ-লাবণ্য’র ‘চাইনা হৃদয় ভেঙ্গে যাক’
- বিনোদন প্রতিবেদক
- ২২ আগস্ট ২০২৪, ০০:০৫
‘চাইনা হৃদয় ভেঙ্গে যাক’ অভি মঈনুদ্দীনের লেখা ও সুর করা প্রথম গান। অভির ইচ্ছে ছিল এই গানে নিজেই কণ্ঠ দেয়ার। কিন্তু শেষ পর্যন্ত এই গান প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান ও বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নতুন আলোচিত সঙ্গীতশিল্পী ইয়াসমিন লাবণ্যের কণ্ঠে স্থান পেল। এরই মধ্যে রাজধানীর মিরপুরে ইউসুফের নিজস্ব স্টুডিও ‘আহ্বলাদ’-এ গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। ইউসুফ আহমেদ খান বলেন, ‘কিছু গান জীবনের সাথে খুউব সম্পৃক্ত হয়ে যায়। এই গানের কথা আমার জীবনের সাথে যেকোনোভাবেই এত রিলেটেড তা ভাষায় প্রকাশের নয়। আমি এর আগে অভি ভাইয়ের আমি চাই তোমাকে গানটি গেয়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিন্তু নতুন এ গানের প্রতিটি শব্দের সাথে সুরে সুরে যেন আমার মনের ভেতরটা খেলা করে। এই গান শ্রোতাদের ভালোলাগবে। আর লাবণ্য’র কণ্ঠটাকে আমাদের যতœ করা উচিত। তার কণ্ঠটাকে ভালো গানের ক্ষেত্রে কাজে লাগানো উচিত। অভি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা রইল আজীবনের জন্য। ’ গানটির সঙ্গীত পরিচালনায় ইউসুফ এবং সঙ্গীতায়োজনে আছে সাউ-হ্যাকার। ইয়াসমিন লাবণ্য বলেন, ‘এখন পর্যন্ত আমার সঙ্গীত জীবনের শ্রেষ্ঠ গান এটি। গানের কথা, সুর বুকের ভেতর হাহাকার সৃষ্টি করে। গানের কথার কী যে অমায়িক আবেদন আছে, সুরের মধ্যে কী যে মায়া আছে, দরদ আছে তা আসলেই ভাষায় প্রকাশের নয়। এই গান আমার কাছেও সারা জীবনের গান। ধন্যবাদ অভি ভাইকে এমন একটি গানে আমাকে সম্পৃক্ত করার জন্য।’ ইউসুফ আহমেদ খান জানান, শিগগিরই গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করা হবে। শুটিংয়ের পর দ্রতি এডিটিং শেষে গানটি ‘ওয়াই বিটস’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা