২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিঙ্গাপুর থেকে ফিরে এসে আয়েশা মৌসুমী

সিঙ্গাপুর থেকে ফিরে এসে আয়েশা মৌসুমী -

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আয়েশা মৌসুমী। ভীষণ মিষ্টি আর সুরেলা কণ্ঠের এই শিল্পীর গান যারা অন্তত একবার শুনেছেন তারা সহজেই অনুভব করতে পারেন যে মৌসুমী কতটা ভালো গান গাইতে পারেন। যে কারণে দেখা যায় যে আয়েশা মৌসুমী একবার যেখানে সঙ্গীত পরিবেশন করতে গিয়েছেন, সেখানকার শ্রোতারা আবারো তার গান উপভোগ করার জন্য তাকেই নিমন্ত্রণ করনে। বিষয়টি মৌসুমীও বেশ সম্মানের দৃষ্টিতে দেখেন এবং ভীষণ ভালোলাগাও অনুভব করেন। এর আগে দেশের বাইরে অর্থাৎ সিঙ্গাপুরে গিয়েছিলেন মৌসুমী দু’বার। এই নিয়ে তৃতীয়বার সিঙ্গাপুরে গেলেন মৌসুমী। চার দিন আগে সিঙ্গাপুরে দশ হাজার প্রবাসী বাংলাদেশীদের সামনে সঙ্গীত পরিবেশন করেন মৌসুমী। দেশ দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর মৌসুমীর দৃষ্টিতে এটি ছিল তার প্রথম স্টেজ শো এবং অন্যতম একটি স্টেজ শো। মৌসুমী বলেন,‘ দশ হাজার মানুষের মধ্যে আমি যে উচ্ছ্বাস আনন্দ দেখেছি, তা এর আগে আমার খুউব কমই দেখার সৌভাগ্য হয়েছে। মানুষ ভীষণ আনন্দ নিয়ে তালে তালে আমার গান অনুভব করছেন। আমারও ভীষণ ভীষণ ভালো লেগেছে এত মানুষের মধ্যে সঙ্গীত পরিবেশন করতে। ধন্যবাদ আয়োজকদের প্রতি। বিশেষ ধন্যবাদ গায়িকা নাজু আখন্দ আপাকে, সুদূর আমেরিকায় বসে সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। আমি নাজু আপার আরো সাফল্য কামনা করছি।’ এ দিকে সিঙ্গাপুর থেকে ফিরে এসেই আয়েশা মৌসুমী তার নতুন দু’টি মৌলিক গান নিয়ে পরিকল্পনা করছেন। তারিক তুহিন ও মেহেদী হাসান লিমনের লেখা , ইয়াসিন হোসেন নীরুর সুর করা দু’টি গান প্রস্তুত। এরই মধ্যে এই দু’টি গান নিয়ে মিউজিক ভিডিওর কাজ শেষ করে গান দু’টি প্রকাশ করবেন তিনি।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল