২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দর্শকের ভালোবাসায় সিক্ত ইরেশ-সাবিলা

-

আজ থেকে প্রায় এক দশক আগে রাহাত রহমানের পরিচালনায় নির্মিত ‘মাঙ্কি বিজনেস’ নাটকে অভিনয় করেছিলেন ভার্সেটাইল অভিনেতা ইরেশ যাকের ও জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে সেই নাটকে তাদের একসঙ্গে স্ক্রিণ শেয়ার করা হয়নি। এবারই প্রথম ইরেশ যাকের ও সাবিলা নূর একই নাটকে স্ক্রিণ শেয়ার করছেন ইরেশ যাকের ও সাবিলা নূর। অপূর্ণ রুবেলের রচনায় তারা দু’জন ‘সুঁতো’ নাটকে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। ভীষণ আবেগী গল্পের এই নাটকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। বিশেষত নাটকে ইরেশ, সাবিলা ও পার্থর অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরেশ যাকের বলেন,‘ সত্যি বলতে কী সাবিলা এখন খুব ভালো অভিনয় করে। আর যারা ভালো অভিনয় করে তাদের সঙ্গে অভিনয় করতেও ভীষণ ভালো লাগে। কারণ তখন কাজটা খুব ভালো হয়। আর সাবিলা এই প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেত্রী। যার কাজ দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকেন। এটা সাবিলা শ্রম দিয়ে তার অভিনয় দিয়ে অর্জন করেছে। সুতো নাটকটির গল্প খুব ভালো লেগেছে আমার, নাটকটি প্রকাশের পর রেসপন্সও ভালো পাচ্ছি।’ সাবিলা নূর বলেন, ‘দীর্ঘ ১০ বছর পর আমরা অবশেষে একসাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেলাম। এর আগে মাঙ্কি বিজনেস নাটকে অভিনয় কররেও তখন আমাদের স্ক্রীণ শেয়ার করা হয়নি। এবার একসঙ্গে অভিনয় করা হলো। ইরেশ ভাই একজন অভিজ্ঞ শিল্পী। তার সঙ্গে কাজ করার মানে হলো নতুন কিছু শেখা, অভিনয় সম্পর্কে আরো বিশদ জানা। কাজের ফাঁকে ফাঁকে তা আরো জানা হলো। ইমরাউল রাফাত ভাই নিঃসন্দেহে একজন গুণী নির্মাতা।

 


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল