২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘ইতি চিত্রা’র পর কামাল খান

-

কামাল খান, এই প্রজন্মের অভিনেতা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সন্তান তিনি। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মৌসুমীর দারুণ ভক্ত তিনি সেই ছোটবেলা থেকেই। এক সময় স্বপ্ন দেখেন মৌসুমীর সাথে অভিনয় করবেন। মানুষ স্বপ্ন দেখলে তা যে পূরণ হয়, কামাল খানই তার প্রমাণ। একটা সময় এসে প্রিয়দর্শিনী মৌসুমী’র সাথে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন এই প্রজন্মের অভিনেতা কামাল খান। তারেক শিকদার পরিচালিত ‘ভক্ত’ টেলিফিল্মে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। এরপর তিনি আর এইচ জামানের পরিচালনায় ‘সুপ্ত আগুন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আরো বেশকিছু নাটকে এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেন কামাল খান। তবে এবারই প্রথম তিনি সিনেমাতে অভিনয় করেছেন। সিনেমার নাম ‘ইতি চিত্রা’। রাইসুল ইসলাম অনিক পরিচালিত এই সিনেমায় কামাল খান কামাল নামেই অভিনয় করেছেন। অর্থাৎ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি কিছুদিন আগে মুক্তি পায়। সারা দেশের সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পায়। প্রথম দিন থেকেই কয়েকটি সিনেমা হলে কামাল খান নিজে হলে গিয়ে গিয়ে দর্শকের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেছেন। দর্শকের পাশে বসে দর্শকের কাছ থেকে যে সাড়া তিনি পেয়েছেন। তাতে আগামী দিনে একজন পেশাদার অভিনেতা হবারই স্বপ্ন দেখছেন কামাল খান। কামাল খান বলেন, ‘অভিনয় জীবনের শুরুতেই আমি আমাদের চলচ্চিত্রের প্রিয়দর্শিনী’ খ্যাত নায়িকা শ্রদ্ধেয় মৌসুমী ম্যাডামের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। বলা যেতে পারে এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, এখন পর্যন্ত।

 

 


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল