২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যেসব নাটকে অভিনয় করে আলোচনায় সামান্তা

-

সামান্তা, এই প্রজন্মের দর্শকপ্রিয় একজন অভিনেত্রী। চেষ্টা করছেন ভিন্ন ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের প্রিয় একজন হয়ে উঠতে। অভিনেত্রী হিসেবে মিডিয়ায় তার পথচলা খুব বেশি দিনের না হলেও, নাট্যাঙ্গনে তিনি বেশ পরিচিত হয়ে উঠেছেন। নির্মাতারাও তাকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন। তবে একদম শুরুর দিকের চেয়ে এ সময়ে সামান্তা গল্পের প্রতি মনোযোগী হয়ে উঠেছেন। তাই চলতি বছরের কাজগুলোতে সামান্তা বিগত সময়ের চেয়ে আরো ভালোভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছেন। এখন পর্যন্ত যতগুলো নাটকে তিনি অভিনয় করেছেন, তার মধ্যে তার নিজের বেশি ভালোলাগার নাটকের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। নাটকগুলো হলো- ‘প্রিয় লিডার’, ‘পিকেটার মাসুদ’, ‘জামাই ছিনতাই’, ‘প্রেমিকার অভিশাপ’, ‘প্রেম ভিডিও’, ‘গজ ফিতা’, ‘টেনশন মতিন’, ‘দালাল’, ‘ঢাকায় টাকা উড়ে’, ‘আমি বিয়ে করিনি’, ‘ওরা এগারো’, ‘প্রেম খেলাপি’, ‘আমার সুন্দরী বউরা’।

আরো বেশ কিছু নাটকে তিনি অভিনয় করে ভীষণ তৃপ্ত, যে কাজগুলো শিগগিরই প্রকাশ পাবে। সামান্তা বলেন, ‘যে নাটকগুলোর কথা এখানে উল্লেখ করা আছে এই নাটকগুলোতে অভিনয় করে আমার অনেক ভালো লেগেছে। দর্শকের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। অভিনয়ের দুনিয়ায় পথচলায় বলা যায় আমি একেবারেই নতুন। তার পরও আমার সহশিল্পীদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তারা আমাকে অভিনয়ের বিষয়ে অনুপ্রেরণা দিয়েছেন, ভুলত্রুটি ধরিয়ে দিয়ে আরো ভালোভাবে নিজের অভিনয়কে কিভাবে উপস্থাপন করা যায় সেই পরামর্শও দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমি আমার সব নাটকের প্রযোজক পরিচালকের কাছে। আর একটি সত্যি কথা বলতেই হয় যে, আমি মেহজাবীন আপুকে দেখে দেখে অভিনয়ে অনুপ্রাণিত হয়েছি।’


আরো সংবাদ



premium cement
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে

সকল