গণসচেতনতামূলক নাটক ‘মুক্তির পথ’-এ শ্রাবন্তী শেলিনা
- বিনোদন প্রতিবেদক
- ২৫ জুলাই ২০২৪, ০০:০৫
শ্রাবন্তী শেলিনা, এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী। মোশাররফ করিম থেকে শুরু করে খায়রুল বাসারসহ আরো অনেক জনপ্রিয় অভিনেতার সাথে তিনি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত বেশ কিছু দর্শকপ্রিয় নাটকও রয়েছে। অভিনয়ের দুনিয়ায় যাত্রার ৯ বছরের বেশি সময় হলেও এবারই প্রথম শ্রাবন্তী শেলিনা একেবারেই ভিন্নধর্মী একটি গল্পের অর্থাৎ জীবন ঘনিষ্ঠ গল্পের গণসচেতনতামূলক নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘মুক্তির পথ’। নাটকটি রচনা করেছেন খন্দকার হাফিজ রেদু ও পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফার মেহেদী রনি। এরই মধ্যে শ্রীমঙ্গলে এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। ৯ বছরের অভিনয় জীবনের পথচলায় অনেক ধারাবাহিক নাটক, খণ্ড নাটকে অভিনয় করলেও এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার সুযোগ খুব কমই হয়েছে তার। নাটকটিতে তিনি শুকু চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন বলে সহশিল্পীদের অভিমত। পরিচালকও ভীষণ খুশি তার অভিনয়ে। শ্রাবন্তী শেলিনা বলেন, ‘অধিকার বঞ্চিত দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিজড়া ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্তকরণ এবং তাদের নাগরিক অধিকার বিষয়ে গণসচেতনতামূলক নাটক এটি। এমন একটি কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমি সত্যিই ভীষণ আনন্দিত, গর্বিত। তবে এই কাজ করতে গিয়ে অনুভব করেছি যে যারা চা-বাগানে শ্রমিক হিসেবে কাজ করেন তারা কত যে কষ্ট করেন, শ্রম দেন। ধন্যবাদ রনি ভাইকে আমাকে এমন একটি গল্পে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা