অভিনয়কে ঘিরেই স্বপ্ন সাঈদ নিলয়ের
- বিনোদন প্রতিবেদক
- ১৩ জুলাই ২০২৪, ০০:০৫
বাবার জন্য প্রায়ই মন খারাপ থাকে কুমিল্লার ছেলে সাঈদ নিলয়ের। কখনো কখনো বাবাকে নিয়ে কারো সঙ্গে কথা বলতে গিয়ে নিজেরই অজান্তে তার চোখে পানি চলে আসে। বাবা ভীষণ অসুস্থ বিধায় মন খারাপ থাকে প্রায়ই। তাই যখন যেখানে যার সঙ্গেই দেখা হয় সাঈদ নিলয়ের বাবার জন্য দোয়া চান তিনি। আর মনেপ্রাণে সাঈদ নিলয় অভিনয়টা করে যেতে চান আজীবন। যদিও অভিনয়ের দুনিয়ায় বলা যায় একেবারেই নতুন তিনি। কিন্তু তার পরও বেশ ভালো ভালো কাজ এরইমধ্যে দর্শককে উপহার দিয়েছেন তিনি। কখনো তাকে গানের মিউজিক ভিডিওতে, কখনো নাটকে আবার কখনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তাকে অভিনয়ে দেখা গেছে। ‘সোহাগী বন্ধু’ শিরোনামের একেবারেই নতুন একটি গানের মিউজিক ভিডিওতে (পরিচালক টিডি দীপক) ভিন্নরূপে দেখা যাবে তাকে। দু-এক দিনের মধ্যেই গানটি প্রকাশ পাবার কথা রয়েছে। আজ থেকে আট বছর আগে ‘স্বপ্নবুনি’ গানে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে মিডিয়াতে তার পেশাদারি পথচলা শুরু। এইচ পি হৃদয়ের এই গানে তার সহশিল্পী ছিলেন আঁখি। এরপর আরো বহু মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। তবে ২০১৯ সালে কামরুজ্জামান রাব্বির গাওয়া আর এস জুয়েল নির্মিত ‘ভাব নাই’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে বেশি আলোচনায় আসেন সাঈদ নিলয়। তার অভিনীত আসিফ সরকার পরিচালিত ‘বিয়ের আগে ট্রায়াল’ ও নাজমুল হাসান পরিচালিত ‘পূর্ণতা’ নাটকে (ছোট্ট চরিত্র কিন্তু প্রশংসিত) অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিকনি।
সাঈদ নিলয় অভিনয় করেছেন ধারাবাহিক নাটক ‘ডিজিটাল নোয়াশাল’-এও। মোঃ জামিল উদ্দিনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দুঃখ বলি কারে’তে দুর্দান্ত অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন সাঈদ নিলয়। মিউজিক ভিডিওতে তিনি আলোচনায় এসেছেন শিল্পী বিশ^াসের ‘কেন দিলে মিছে যন্ত্রনা’, ‘দুষ্ট রাজকুমার’, ইলিয়াস ও অরিনের ‘হয়ে গেলাম তোর’, এফ এ সুমনের ‘নালিশ’, সামসের ‘বুকের পাজর’, ইমন খানের ‘ভালোবাসার রঙ্গিন খাম’, লায়লার ‘রঙ্গিলা কানাই’, সুমী শবনমের ‘কাম সারছে’ ইত্যাদি গানে। আগামী দিনের পথচলা প্রসঙ্গে সাঈদ নিলয় বলেন,‘ একজন পরিপূর্ণ অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, এ জন্য যতো কষ্ট করা প্রযোজন, যতো শ্রম দেয়া প্রয়োজন তা দিবো আমি। বিগত দিনগুলোতে মিডিয়াতে কাজ করার ব্যাপারে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ আমি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা