সঙ্গীত দিবসে একমঞ্চে গাইলেন তারা
- বিনোদন প্রতিবেদক
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
গত ২১ জুন ছিল বিশ^ সঙ্গীত দিবস। দিনটিকে বাংলাদেশেও বিশেষ করে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনও বিশেষভাবে উদযাপনের চেষ্টা করেছে। ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’ সেদিন সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচার জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে অনুষ্ঠানের শুরুতেই ১১ জন যন্ত্রশিল্পী সমবেত অর্কেস্ট্র্রায় সানফ্লাওয়ার পরিবেশনা করে। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। যার মধ্যে উল্লেøখযোগ্য হলেন- রূপসা, মীম, হিমাদ্রি, হীরক, বর্ণালী, সুস্মিতা, সুচিত্রা, শাওন। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে দেশাত্মবোধক গান ‘ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই বুসন্ধরা’ ও আধুনিক গান ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি একসাথে মঞ্চে উঠে পরিবেশন করেন অনুপমা মুক্তি, পান্থ কানাই, সাব্বির, রাজীব, রাশেদ, এলিটা, ইউসুফ, হৈমন্তী রক্ষিত, অপু আমান, পুলক অধিকারী, কিশোর, ঝিলিক, স্বরলিপি, অবন্তী সিঁথি, অনিমেষ, আনান, প্রিয়াঙ্কা, কর্ণিয়া, আরমিনসহ আরো অনেকে। শিল্পীদের এই সঙ্গীত পরিবেশনা শেষে মঞ্চে উঠে আসেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি এমন চমৎকার একটি আয়োজনের জন্য নেপথ্যে থাকা একাডেমির সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে অংশগ্রহণ করা সব শিল্পীর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরো অনুষ্ঠান নিয়ে তিনি তার ভীষণ ভালো লাগার কথাও প্রকাশ করেন তার অভিব্যক্তিতে। শিল্পকলা একাডেমির সংশ্লিষ্টরা এমন একটি শতভাগ সফল অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত। অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে অনুপমা মুক্তি বলেন, এমন আয়োজনে অংশগ্রহণ করতে পারাটাই আসলে ভীষণ আনন্দের। শিল্পকলা একাডেমির এ ধরনের আয়োজনে সোমা আপা, শামীমা আপার আহ্বানে আমরা শিল্পীরা সবসময়ই নিবেদিত হয়ে অংশগ্রহণ করি। রাজীব বলেন, দুটো গানই আমরা শিল্পীরা ভীষণ আন্তরিকতা নিয়ে একসাথে পরিবেশন করেছি। ধন্যবাদ বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে বিশ^ সঙ্গীত দিবসে এমন চমৎকার আয়োজনের জন্য।’ ঝিলিক বলেন, সঙ্গীত দিবসে সবার সঙ্গে একটি আয়োজনে দেখা হয়, গল্প হয়- এটিও এক ধরনের আনন্দ। রাশেদ বলেন, কিছুটা সময়ের জন্য সবাই একত্র হতে পারার মধ্যে ভালোলাগা কাজ করে। এ জন্য বিশেষ দিবসকে উপলক্ষ করে শিল্পকলা একাডেমির এই উদ্যোগ সত্যিই প্রশংসার। অনুষ্ঠানে ইয়াসমিন আলীর সঙ্গীত পরিচালনায় ঢাকা সাংস্কৃতিক দল বিদেশী সাতটি ভাষার গান পরিবেশন করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা