ঈদে এস এ রুবীর নতুন গান ‘তুমি প্রভু দয়ার সাগর’
- বিনোদন প্রতিবেদক
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
গানের ক্ষেত্রে এস এ রুবী বরাবরই নিখুঁত ও গুছিয়ে কাজ করতে পছন্দ করেন। বাছাই প্রক্রিয়া থেকে স্টুডিওতে একটি গান রেকর্ডিংয়ের সময় পর্যন্ত সবকিছু তিনি ম্যানেজ করেন খুব যতœ করে। এই কারণে এই শিল্পীর গানে আলাদা একটি আকর্ষণও থাকে।
সেই ধারাবাহিকতায় এবার গাইলেন তিনি নতুন গান। ‘তুমি প্রভু দয়ার সাগর’ শিরোনামের গানটি লিখেছেন শিল্পী নিজেই। সুর দিয়েছেন শেখ সাদী খান। সঙ্গীত আয়োজন করেছেন রকেট মণ্ডল। ঈদ উপলক্ষে যা ১৩ জুন মুক্তি পেয়েছে ‘এস এ রুবী’ নামের ফেসবুক পেজ এবং ‘এস এ রুবী’ ইউটিউব চ্যানেলে।
নতুন গান প্রসঙ্গে এস এ রুবী বলেন, সব সময় আমার লক্ষ থাকে সময়কে ধরে নতুন গান গাওয়ার। ঈদ উপলক্ষে তাই প্রভু এবং তার অপূর্ব সৃষ্টিগুলোর বর্ণনা দেয়ার চেষ্টা করেছি। যেহেতু গানের কথা আমার লেখা তাই গাওয়াটা আমার জন্য সহজ হয়ে গেছে।
তিনি বলেন, এই গানের আরেকটি বিশেষত্ব হলো শেখ সাদী খানের সুর। অনেক কালজয়ী গানের সুর করেছেন তিনি। কিংবদন্তি এই মানুষটির সাথে কাজ করতে পারা যেকোনো শিল্পীর জন্যই ভাগ্য। এর আগেও তার সাথে কাজের সুযোগ হয়েছিল আমার। এ ছাড়া এই গানের সঙ্গীতায়োজন করেছেন কলকাতার রকেট মণ্ডল। সব মিলিয়ে ‘তুমি প্রভু দয়ার সাগর’ চমৎকার একটি গান। আশা করি, সব ধরনের শ্রোতার এই গানটি ভালো লাগবে।
এর বাইরে বাংলাদেশ টেলিভিশনে ঈদে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘যুগলবন্দী’তে একটি গান গাইতে দেখা যাবে এস এ রুবীকে। বিখ্যাত হারানো দিনের গান দিয়ে সাজানো এ অনুষ্ঠানে ‘তুমি সাত সাগরের ওপার থেকে’ গানটিতে তিনি যুগলভাবে কণ্ঠ দিয়েছেন, ক্লোজআপ ওয়ানে প্রথম হওয়া সুপারস্টার শিল্পী নোলক বাবুর সাথে। কালজয়ী এ গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ, মূল কণ্ঠে আছেন শিল্পী শাহনাজ রহমত উল্লাহ এবং মো: আব্দুল জব্বার। এ গানের যন্ত্রসঙ্গীতে ওস্তাদ আলাউদ্দীন আলী, মনসুর আলীসহ সব বিখ্যাত ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানে এ সময়ের প্রতিশ্রুতিশীল বেশ ক’জন শিল্পী যুগলভাবে হারানো দিনের গানে কণ্ঠ মেলাবেন। ঈদের তৃতীয় দিন দুপুর ১২টা ২০ মিনিটে জনপ্রিয় অনুষ্ঠান ‘যুগলবন্দী’ বিটিভিতে প্রচারিত হবে।
সঙ্গীতাঙ্গনের পাশাপাশি বিটিভিতে সিনিয়র প্রডিউসার হিসেবে কাজ করছেন শরিফা আক্তার রুবী। এই ঈদে তার গ্রন্থনা ও প্রযোজনায় শিশুতোষ বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ সূর্যমুখী’ বাংলাদেশ টেলিভিশনে দেখা যাবে ঈদের তৃতীয় দিনে সকাল ৮টা ২০ মিনিট এবং ঈদের চতুর্থ দিন বিকেল ৫টা ৩৫ মিনিটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা