২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাথী-সামান্তার গান-অভিনয়ে মুগ্ধ শ্রোতা-দর্শক

সাথী-সামান্তার গান-অভিনয়ে মুগ্ধ শ্রোতা-দর্শক -

নরসিংদীর ইব্রাহীম মোল্লা ও রাজিয়া সুলতানা দম্পতির দুই মেয়ে সাথী খান ও সামান্তা পারভেজ। বড় বোন সাথী খান এ দেশের সঙ্গীতাঙ্গনের একজন শ্রোতাপ্রিয় ফোক গানের নন্দিত শিল্পী। আর ছোট বোন সামান্তা পারভেজ নাট্যাঙ্গনের একেবারেই নতুন প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেত্রী। ছোটবেলায় দুই বোনই একসাথে গান শিখতেন। কিন্তু একটা সময় এসে সাথী গানে নিয়মিত হলেও সামান্তা সরে আসেন। নরসিংদীতেই সাথী প্রথম ওস্তাদ কামাল সিদ্দিকের কাছে গান শিখেন। এরপর ঢাকায় এসে বাউল শফি মণ্ডলের কাছে ফোক গানের তালিম নেন। অন্যদিকে সামান্তা পড়াশুনার পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেন। তবে অভিনয়ের প্রতি তার খুউব টান ছিল বিধায় পরিচালক তপু খানের সাথে যোগাযোগ করে তিনি প্রথম তপু খানের ‘সময়ের গল্প’ ধারাবাহিকে প্রথম অভিনয় করেন। এরপর ইমরাউল রাফাতের ধারাবাহিক (অপ্রচারিত) ‘মনজিল’-এ অভিনয় করেন। নাটকে প্রথম অভিনয় করে সামান্তা সাড়া ফেলেন সজীব খানের ধারাবাহিক ‘সাবলেট গুবলেট’-এ অভিনয় করে। সাথী খানের প্রথম মৌলিক গান ছিল শেখ নজরুলের লেখা ‘মইরা গেলে কানবা ঠিকই বাঁইচা থাকতে বুঝলা না’। গানটির সুর করেছিলেন ফিদেল নাঈম। এরপর তার আরো চল্লিশটিরও বেশি গান প্রকাশ পায়। যার মধ্যে বেশি সাড়া ফেলে ‘আমি এক এমন পাখি’, ‘একা থাকা শিখে গেছি চিন্তা কইরো না’, ‘বনমালী’,‘ সাপের ছোবল’। আগামী ঈদে এসএটিভি, এশিয়ান টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে গান গাওয়ার কথা সাথীর। তবে দেশের বাইরে একটি শোতে যাবার কথা ছিল বিধায় অনেক টিভি শো বাতিল করতে হয়েছে। সাথীর ছোট বোন সামান্তা অভিনীত কয়েকটি আলোচিত নাটক হলো ‘মায়া’,‘ চিমটি’, ‘গজ ফিতা’, ‘পছন্দের জামাই’ ইত্যাদি। আগামী ঈদে মোশাররফ করিমের সাথে তিনটি, শামীম হাসান সরকারের সাথে তিনটি, জাহের আলভীর সাথে তিনটি এবং আরশ খানের সাথে একটি নাটক প্রচার হবে। এদিকে সাথী খানেরও নতুন কয়েকটি মৌলিক গান ঈদে প্রকাশ পাবে।
গান নিয়ে সাথী খানের স্বপ্ন প্রসঙ্গে বলেন, ‘একটা সময় স্বপ্ন ছিল চ্যানেলে চ্যানেলে নিজের গান গাইবো। এই স্বপ্নটা পূরণ হয়েছে। তবে আমি গানে আমার ভয়েজটা সিগনেচার টোন হিসেবে রেখে যেতে চাই। ফোক গানে মমতাজ আপা যেমন একটি অনন্য অবস্থান সৃষ্টি করেছেন, ফোক গানে তাকে সবাই আদর্শ মনে করেন। আমি নিজেকে এমন একটি অবস্থানেই দেখতে চাই। আর আজ আমি গানের জন্য নিজে পুরস্কৃত হচ্ছি, আগামীতে আমি যেন কারো হাতে সেই সম্মাননা তুলে দিতে পারি সেই অবস্থানে যেতে চাই।’ সামান্তা পারভেজ বলেন, ‘মেহজাবীন আপুকে দেখে দেখে আমি অভিনয়ে অনুপ্রাণিত হয়েছি। ভীষণ ভালোলাগে জয়া আহসান আপার অভিনয়। আমি এখনো অভিনয়ে একেবারেই নতুন। এমন কিছু ভালো ভালো গল্পে কাজ করে যেতে চাই যেন আমি না থাকলেও এই কাজগুলো যেন আমাকে মনে করিয়ে দেয় সবাইকে।’


আরো সংবাদ



premium cement
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের সংঘর্ষে কেউ নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির সিলেটে কর্মবিরতিতে ১১ হাজার চা-শ্রমিক, ক্ষতি ৬০ কোটি টাকা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় গ্রেফতার সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা কুলাউড়া রাস্তা জবর দখলের চেষ্টা : প্রতিপক্ষের হামলায় আহত ৭ আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরো রক্তপাত হতো : আসিফ মাহমুদ দেবীগঞ্জে পরিত্যক্ত কাউন্টার থেকে যুবকের লাশ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড আদালতে আ’লীগ নেতার ওপর ডিম নিক্ষেপ, কারাগারে প্রেরণ

সকল