০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ওয়েব ফিল্ম নিয়ে আসছেন আফসানা মিমি

-

আফসানা মিমি নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেছেন ২০০০ সালে। তার পরিচালিত ‘বন্ধন’ নামে ধারাবাহিকটি তখন জনপ্রিয়তার শীর্ষে ছিল। এরপর বানিয়েছেন ‘পৌষ ফাগুনের পালা’, ‘সাড়ে তিনতলা’, ‘ডলস হাউজ’সহ বেশ কিছু নাটক। এবার তিনি নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম। আজ থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে মিমির ওয়েব ফিল্ম ‘অফ দ্য মার্ক’।
দীপু নামে এক ছেলের ক্রিকেটার হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। মফস্বলের একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে দীপু ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে ক্রিকেটার হওয়ার। তবে দীপুর ক্রিকেট খেলা পছন্দ নয় বাবার। তার চাওয়া, পড়ালেখা করে ছেলে বড় চাকরি করবে। দীপুর স্বপ্নপূরণে সহায়তা করে তার মা। জমি বন্ধক রেখে ছেলেকে টাকা জোগাড় করে দেন। দীপু ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়। একসময় তারা বুঝতে পারে, এত টাকা দিয়ে যেখানে ভর্তি হয়েছে, সেই প্রতিষ্ঠানটি ভুয়া। বিপাকে পড়ে যায় দীপু। তবু থেমে যায় না সে। নতুন সুযোগ খুঁজতে থাকে।

আফসানা মিমি বলেন, ‘গল্পটি ১৪ বছরের এক কিশোরের স্বপ্নপূরণের। সেই স্বপ্নের পেছনে তার মায়ের ত্যাগ ও সংগ্রাম কতখানি, সেটিও দেখানো হয়েছে। খুব সাধারণ একটি গল্প। তাই নির্মাণেও সেই সাধারণ বিষয়টি রাখার চেষ্টা করেছি।’ সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে বাগেরহাটে। সেখানে গিয়েই দীপু চরিত্রে চূড়ান্ত করা হয়েছে আরহামকে। এটি অভিনেতার ওটিটিতে প্রথম কাজ।
পরিচালক আফসানা মিমি জানান, গল্প চূড়ান্ত হওয়ার পর লোকেশন খুঁজতে বাগেরহাট গিয়ে আরহামকে খুঁজে পান। বাগেরহাট শহরের সাংস্কৃতিক অঙ্গনের বন্ধুরা সহায়তা করেছে। তাদের সাথে গল্প নিয়ে আলোচনা করার সময় আরহামের কথা জানান তারা। অফ দ্য মার্কে আরো অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমি, আরিবা, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement