২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নায়ক রাজ ও মিয়া ভাইকে ভীষণ মিস করি -ফেরদৌস

-

বাংলাদেশের সিনেমার নায়ক রাজ রাজ্জাক ও মিয়া ভাই’খ্যাত নায়ক ফারুককে জীবন চলার পতে ভীষণ মিস করেন সংসদ সদস্য ও নায়ক ফেরদৌস আহমেদ। চলচ্চিত্রে অভিনয়ের দীর্ঘদিনের পথচলায় ফেরদৌস নায়ক রাজ রাজ্জাক ও নায়ক ফারুকের সঙ্গে সিনেমাতে অভিনয় করেছেন। নায়ক রাজ রাজ্জাকের ৭৫তম জন্মদিন বিশেষভাবে উদযাপন করা হয়েছিল চ্যানেল আইতে। তখন অনেক নিমন্ত্রিত অতিথিদের মাঝে ফেরদৌসও ছিলেন। নায়ক ফেরদৌসকে অনুষ্ঠানে দেখে ভীষণ খুশি হয়েছিলেন নায়ক রাজ রাজ্জাক। নায়ক রাজ রাজ্জাক ফেরদৌসকে ভীষণ পছন্দ করতেন, স্নেহ করতেন। যে কারণে নাযক রাজ রাজ্জাক তার পরিচালিত সিনেমা ‘বাবা কেন চাকর’ সিনেমাতে ফেরদৌসকে নিয়েছিলেন। এই সিনেমাতে ফেরদৌসের অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল। অন্য দিকে একই অনুষ্ঠানে নায়ক রাজ রাজ্জাককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নায়ক ফারুকও উপস্থিত হয়েছিলেন। নায়ক রাজ রাজ্জাক, ফারুক ও ফেরদৌস একই ফ্রেমে ক্যামেরাবন্দীও হয়েছিলেন। নায়ক রাজ রাজ্জাক ও ফারুককে শ্রদ্ধার সাথে স্মরণ করে ফেরদৌস বলেন, ‘আমাদের চলচ্চিত্রের নায়ক রাজ রাজ্জাক এবং আমাদের প্রিয় মিয়া ভাই অর্থাৎ ফারুক ভাইকে চলার পথে ভীষণ মিস করি। রাজ্জাক আঙ্কেল আমাকে ভীষণ আদর করতেন, স্নেহ করতেন। আমাকে এতটাই ভালোবাসতেন যে তার পরিচালিত সিনেমা বাবা কেন চাকর-এ আমাকে কাস্ট করেছিলেন। এই সিনেমাটি এখনো দর্শক ইউটিউবে উপভোগ করেন। উদাহরণ টেনে এখনো এই সিনেমার কথা বলেন। আমাদের চলচ্চিত্রের দিকপাল ছিলেন, অভিভাবক ছিলেন নায়ক রাজ। তার চলে যাওয়ায় সত্যিই আমাদের ক্ষতি হয়েছে। আজকের দিন পর্যন্ত আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখতেন তা হলে চলচ্চিত্র আরো কিছু সুন্দর দিন পেতো।


আরো সংবাদ



premium cement
গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩ গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জামায়াতের উদ্বেগ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার আইএলও বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা বাংলাদেশের একনেকে ৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস নোয়াখালীতে সিএনজি-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ইউক্রেনকে স্থলমাইন সরবরাহের যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা গুতেরেসের

সকল