বন্যার উপস্থাপনায় আলতাফ মাহমুদ কমল দাশগুপ্ত স্মরণে গাইলেন তারা
- বিনোদন প্রতিবেদক
- ২৮ মে ২০২৪, ০০:০০
গুনী উপস্থাপিকা ফেরদৌস আরা বন্যার উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি উপস্থিত শ্রোতা দর্শকের মধ্যে এক অন্যরকম মাত্রা পায়। বন্যার বাচন ভঙ্গী এবং তার নিজস্ব উপস্থিতি সবাইকে মুগ্ধ করে।
জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংস্করণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মরণ অনুষ্ঠান ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’-এর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গত ২৬ মে থেকে শিল্পকলা একাডেমিতে এই স্মরণ অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে আগামী মাসের প্রায় মাঝামাঝি পর্যন্ত। একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের সহকারী পরিচালক খন্দকার ফারহানা রহমান সোমার সার্বিক সহযোগিতায় এই স্মরণ অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। ২৬ মে জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে মুক্তিযোদ্ধা, সুরকার শহীদ আলতাফ মাহমুদ এবং সুরের অমর জাদুকর কমল দাশগুপ্ত স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। আলতাফ মাহমুদ’কে নিয়ে স্মৃতিচারণ করেন জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী লিনু বিল্লাহ। অন্যদিকে কমল দাশগুপ্ত’কে নিয়ে আলোচনায় অংশ নেন সাফিন আহমেদ। গুনী উপস্থাপিকা ফেরদৌস আরা বন্যার উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি উপস্থিত শ্রোতা দর্শকের মধ্যে এক অন্যরকম মাত্রা পায়।
বন্যার বাচন ভঙ্গী এবং তার নিজস্ব উপস্থিতি সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে আলোচনায পর্ব শেষে নন্দিত সঙ্গীত শিল্পী রাশেদ ও ইউসুফ সঙ্গীত পরিবেশন করেন। আব্দুল লতিফের লেখা ও আলতাফ মাহমুদের সুর করা. আলতাফ মাহমুদ ও নীনা হামিদের গাওয়া ‘পিরিত রতন পিরিত যতন’ ও গাজী মাজহারুল আনোয়ারের লেখা আলতাফ মাহমুদের সুরে মোহাম্মদ আলী সিদ্দিকীর গাওয়া ‘আমার সাধের হাওয়ার গাড়ি চলেরে’ গান দুটি পরিবেশন করেন রাশেদ। প্রণব রায়ের লেখা কমল দাশগুপ্তের সুর করা ও গাওয়া ‘কতোদিন দেখিনি তোমায়’ ও নজরুল সঙ্গীত ‘গভীর নীশিথে ঘুম ভেঙ্গে যায়’ গান দু’টি পরিবেশন করেন ইউসুফ আহমেদ খান। রাশেদ বলেন, ‘ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি-এই গান শ্রদ্ধেয় আলতাফ মাহমুদের সুর করা গান। এই গান যখনই শুনি তখনই শিহরিত হয়ে উঠি। তার সুর করা গান এমন অনুষ্ঠানে গাইবার সুযোগ হলো, এটাই অনেক বড় প্রাপ্তি। ধন্যবাদ সোমা আপাকে আমাকে এমন আয়োজনের সাথে সম্পৃক্ত রাখার জন্য।’ ইউসুফ বলেন,‘ আমাদের চলে যাওয়া গুনীজনদের নিয়ে স্মৃতিচারণা মূলক এমন আয়োজন বর্তমান প্রজন্মকে বিষদ জানতে সহযোগিতা করবে। তাই টানা আয়োজিত হওয়া এই অনুষ্ঠানে আসার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ রইলো। প্রথমদিনের আয়োজনে একজন শিল্পী হিসেবে শ্রোতা দর্শককে গান শোনাতে পেরে আমার ভালোলেগেছে। ধন্যবাদ বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে এমন উদ্যোগ নেবার জন্য।’ ফেরদৌস আরা বন্যা বলেন,‘ এমন মহান দু’জন মানুষকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থাপনার কাজটুকু করতে পেরে আমি গর্বিত। ধন্যবাদ সোমা আপাকে।’ ছবি ঃ অভি মঈনুদ্দীন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা