২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আজ ‘নজরুল জন্মজয়ন্তী’তে গাইবেন ইউসুফ-লাবণ্য

-

এই প্রজন্মের সঙ্গীতশিল্পীদের মধ্যে নজরুল সঙ্গীত পরিবেশন করে শ্রোতা-দর্শককে মুগ্ধ করে চলেছেন ওস্তাদ ইয়াকুব আলী খানের বড় ছেলে ইউসুফ আহমেদ খান। সারা বছরজুড়েই বিভিন্ন চ্যানেলে আধুনিক গান গাওয়ার পাশাপাশি বিশেষত কবি নজরুলের গানও তাকে গাইতে হয়। যথারীতি নজরুলের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীতে তার ব্যস্ততা আরো বেড়ে যায়। অন্যদিকে নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইয়াসমিন লাবণ্য তার মিষ্টি কণ্ঠ দিয়ে শ্রোতা-দর্শককে নিয়মিত মুগ্ধ করে চলেছেন। আধুনিক গানেই তিনি তার বিচরণ রেখেছেন বেশি। তবে নজরুলের গান গাইতেও তিনি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন। ইউসুফ ও লাবণ্যকে নিয়ে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলা আজ সকাল ৮.২০ মিনিটে নিবেদন করছে নজরুল সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘গল্প গানের আমন্ত্রণ’। অনুষ্ঠানটির প্রযোজনায় আছেন লানা খান। অনুষ্ঠানে এককভাবে ইউসুফ গাইবেন ‘খেলিছো এ বিশ^লয়ে’ ও ‘সখী বাঁধলো ঝুলনিয়া’। লাবণ্য এককভাবে গাইবেন ‘কথার কুসুমে গাঁথা’ ও ‘ওই ঘর ভোলানো সুরে’। ইউসুফ ও লাবণ্য দ্বৈতভাবে গাইবেন ‘মনে পড়ে আজ সে কোন জনমে’ ও মোরা আর জনমে হংস মিথুন ছিলাম’। মারিয়া শিমুর উপস্থাপনায় কবি নজরুলের প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতেই লানা খান এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। লানা খান বলেন, ‘ইউসুফ তো নজরুলের গানে বেশ পারদর্শী। ভীষণ ভালো গায়। লাবণ্যও বেশ চমৎকার গেয়েছে। আশা করছি এই আয়োজন ভালোলাগবে শ্রোতাদের।’ ইউসুফ আহমেদ খান বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা।

 


আরো সংবাদ



premium cement
জামায়াতের সাথে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক মনিরামপুরে শ্রমিক দলের সভাপতির উপর হামলা ‘যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি’ দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’

সকল