০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

সিনেমা নিয়ে ফিরছেন মানস বন্দ্যোপাধ্যায়

-

বাংলাদেশের নাটকের, সিনেমার অত্যন্ত গুণী অভিনেতা মানস বন্দ্যোপাধ্যায়। তবে এখন নাটক সিনেমার চেয়ে ওটিটি প্লাটফর্মেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। দীর্ঘদিন পর সিনেমা হলে তার অভিনীত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে (২৪ মে)। সিনেমার নাম ‘ফাতিমা’। এটি নির্মাণ করেছেন ধ্রুব হাসান। সিনেমাটিতে অভিনয় করা প্রসঙ্গে মানস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিনেমাটিতে আমি ফাতিমা অর্থাৎ তাসনিয়া ফারিণের মামার চরিত্রে অভিনয় করেছি। তার কাছে আমি একজন ভালো মানুষই বটে। কিন্তু সত্যিকার অর্থে আমি একজন মন্দ মানুষ। তো যথারীতি আমি আমার চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একজন অভিনেতা হিসেবে সেই চেষ্টাটাই থাকে আমার সবসময়। বাকিটা আসলে দর্শকের ওপর নির্ভর করে কেমন করেছি। তবে ফাতিমার গল্প, এতে শিল্পীদের অভিনয়, সবমিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এটি দর্শকের ভালোলাগবে। সত্যি বলতে কী এখন আর আগের মতো নাটকে অভিনয় করার আগ্রহটা পাই না। ওটিটি প্লাটফর্মের কনটেন্টগুলোতে কাজ করতে চাই। ফরিদপুরের ঝিলটুলির ননী বন্দ্যোপাধ্যায় ও সান্ত¡না বন্দ্যোপাধ্যায়ের সন্তান মানস বন্দ্যোপাধ্যায় ফরিদপুরের ‘সুনিয়ম নাট্যচক্র’র সাথে সম্পৃক্ত থেকে অভিনয় জীবনে পথচলা শুরু। এই দলের হয়ে প্রথম তিনি বিপ্লব বালার নির্দেশনায় ‘সাজানো বাগান’ নাটকে প্রথম অভিনয় করেন। প্রায় চার-পাঁচ বছর এই দলের হয়ে অভিনয় করেছেন তিনি। পরবর্তীতে ঢাকায় এসে প্রথম খ ম হারুনের প্রযোজনায় ‘সানাই নয়’ নাটকে অভিনয় করেন যাতে তার বিপরীতে ছিলেন তারানা হালিম। নাটকে তাকে দেখে অনেকে ভেবেছিলেন তিনি কুমার বিশ^জিৎ। পরবর্তীতে আল মনসুরের প্রযোজনায় ‘লাইলী মজনু’ নাটকে অভিনয় করে সাড়া ফেলেছিলেন তিনি।


আরো সংবাদ



premium cement