২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সবচেয়ে বড় মা হলো দেশ মা : দিলারা জামান

-

গতকাল রোববার বিশ্বজুড়ে পালিত হয়েছে মা দিবস। এই দিবস নিয়ে খুব একটা উচ্ছ্বাস নেই দিলারা জামানের। বছরের প্রতিটি দিনই মায়েদের জন্য হওয়া উচিত বলে মনে করেন তিনি। দিলারা জামান বলেন, ‘আমাদের বাঙালি মায়েদের কাছে রোজ মা দিবস। পাশ্চাত্যের অনেক কিছু আমরা গ্রহণ করেছি। তেমনি সেখানকার একটি সংস্কৃতি মা দিবস। সেটাই আমাদের দেশে এসেছে। তবে এটাকে সর্বজনীন উৎসব মনে করি না। এখন আমাদের দেশেও মা দিবসে সন্তানরা ফুল দেয়, বিভিন্ন উপহার নিয়ে আসে।

আসলে মায়েরা এগুলোর অপেক্ষায় থাকে না। একজন মা অধীর অপেক্ষায় থাকে মা ডাক শোনার জন্য। সন্তানের জন্য বাঙালি মায়ের উন্মুখ হয়ে থাকা, অপেক্ষা বা তৃষ্ণা, সেটি কখনোই মেটার নয়। সারা দিন যেখানেই থাকুক, সন্তানদের উচিত মায়ের খোঁজখবর নেয়া। এখন তো ফোনের যুগ। চাইলেই সব সময় কাছাকাছি থাকা সম্ভব। নিয়মিত খোঁজখবর নেয়া, কাজ শেষে মায়ের কাছে ফেরা, কথা বলা, এতটুকুই কিন্তু মায়ের কাছে অনেক বড় প্রাপ্তি।’
দিলারা জামান আরো বলেন, ‘জীবনের রূঢ় বাস্তবতা সম্পর্কের ভালোবাসা ও মায়া থেকে আমাদের বিচ্ছিন্ন করে দিচ্ছে। পরিবারের বন্ধন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আগে আত্মীয়স্বজন একজন আরেকজনের বাসায় গিয়ে থাকত। চাচা-চাচী, মামা-মামী, খালা-খালু- এসব সম্পর্কের মধ্যেও গভীরতা ছিল। এখন তো পারিবারিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন দ্বীপের মতো। কোনো অনুষ্ঠান ছাড়া কারো সাথে দেখাই হয় না। সম্পর্কগুলো থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছি, প্রতিবেশীদের খোঁজও নিই না। খোঁজখবর নিতে গেলেও সমস্যা হয়। তিনিই হয়তো বিষয়টি ভালোভাবে দেখছেন না। আগে তো এমন ছিল না। আধুনিকতা যেমন আমাদের অনেক কিছু দিয়েছে, তেমনি সম্পর্ক থেকেও বিচ্ছিন্ন করেছে আমাদের।’


আরো সংবাদ



premium cement
৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫

সকল