সেই মুহূর্ত জীবনের অমূল্য সম্পদ : এলিনা শাম্মী
- বিনোদন প্রতিবেদক
- ০৯ মে ২০২৪, ০০:০৫
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শ্যাম বানেগাল নির্মাণ করেছিলেন ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটি। এতে একটি অংশে খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী এলিনা শাম্মী। সিনেমাটি মুক্তির পর এক সময় সিনেমাতে যারা অভিনয় করেছেন তাদের সবারই সুযোগ হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার এবং কিছুটা সময় তার সঙ্গে কাটানোর। এমন সুযোগ এসেছিল এলিনা শাম্মীর জীবনেও। তিনিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পান। আর তাই যেন শাম্মীর জীবনে অমূল্য সম্পদ হয়ে রইলো। এলিনা শাম্মী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সেই মুহূর্তটি আমার কাছে আমার অভিনয় জীবনের অমূল্য সম্পদ হয়ে রইবে। কারণ আমি সুযোগ পেয়েছিলাম মুজিব একটি জাতির রূপকার সিনেমায় কাজ করার। কিন্তু এতে যে চরিত্রেই অভিনয় করি না কেন, তাতে অভিনয়ের কারণে যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পাবো তা আমার ভাবনাতেও ছিল না। কিন্তু সেই সুযোগটি হয়েছে। তার হাত থেকে মুজিব একটি জাতির রূপকার- সিনেমার একটি স্মারক পেয়েছি। তার প্রচণ্ড ব্যস্ততম সময় থেকে আমাকেও কিছুটা সময় দিয়েছেন, এটাইতো আসলে এক জীবনে অনেক বড় প্রাপ্তি। এই প্রাপ্তির কিংবা সেই মুুহূর্তের বিষদ ব্যাখ্যা হয় না। সেই মুহূর্ত শুধু সারাজীবন পরম শ্রদ্ধা ভালোবাসায় অতি যতনে বুকের মাঝে রেখে দেয়া যায়। আমি ঠিক তাই করেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে কাটানো সেই মুহূর্তটা বুকের মধ্যে অতি যতনে আগলে রেখেছি। আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমাদের দেশের আরো উন্নয়নে তিনি যেন কাজ করে যেতে পারেন এই দোয়াই করি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা