২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিনেমায় অভিষেক হলো জেনির

-

গতকাল ৩ মে নন্দিত নাট্যাভিনেত্রী, মডেল জেনির জীবনের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। কারণ গতকাল সিনেমাতে তার অভিষেক হয়েছে। এদিন মুক্তি পেয়েছে জেনি অভিনীত প্রথম সিনেমা ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘শ্যামা কাব্য’। এতে জেনির বিপরীতে অভিনয় করেছেন ভার্সেটাইল অভিনেতা ইন্তেখাব দিনার। এর আগে ৩০ এপ্রিল সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। যাতে সিনেমার সব অভিনয়শিল্পীসহ উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক সুবর্ণা মোস্তফাও। ‘শ্যামা কাব্য’র কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন বদরুল আনাম সৌদ’ই। এর আগে তিনি ‘গহীন বালুচর’ সিনেমাটি নির্মাণ করে বেশ প্রশংসিত হয়েছিলেন। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে জেনি বলেন, ‘সৌদ ভাই এমনই একজন নির্মাতা যিনি শুটিং চলাকালীন সময়ে বলেন না যে তিনি আসলে কী চাচ্ছেন। তবে তিনি বিভিন্ন পয়েন্ট ধরিয়ে দেন যে চরিত্রটি এমন। এরপর শিল্পীর উপর আস্থা রেখে তিনি শুটিং করেন। তারপর শিল্পী যদি তার চিন্তার চেয়েও ভালো কিছু করেন এবং সেটা যদি সৌদ ভাইয়ের ভালো লেগে যায়, তবে তিনি ভীষণ খুশি হন। শ্যামা কাব্যতে শুটিং করতে গিয়ে আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমি সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সৌদ ভাইয়ের প্রতি। কারণ তিনি আমাকে প্রথমবার সিনেমাতে কাজ করার সুযোগ করে দিয়েছেন। শ্যামা কাব্য আমার জীবনের অন্যতম কাজ হয়ে বুকের গহীনে থেকে যাবে। কারণ এটি আমার প্রথম সিনেমা। আর প্রিমিয়ার শো’র পর সবাই সিনেমাটি নিয়ে এতো প্রশংসা করছিল যে সত্যিই মনটা আনন্দে ভরে গিয়েছিল।


আরো সংবাদ



premium cement