ঈদে এলো বৈশাখের গান
- বিনোদন প্রতিবেদক
- ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
গত ১১ এপ্রিল ছিল ঈদুল ফিতর। তার ঠিক দু’দিন পরই ছিল অর্থাৎ ১৪ এপ্রিল পয়লা বৈশাখ। ঈদ আর পয়লা বৈশাখের আনন্দের মধ্যেই এলো বৈশাখের নতুন গান ‘স্বাগতম বৈশাখ’। ইউটিউবে প্রকাশিত এই গানটি লিখেছেন শাহীন হাসান, সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার মার্সেল। গানটিতে কণ্ঠ দিয়েছেন নির্ঝর চৌধুরী, ইয়াসমিন লাবণ্য ও মার্সেল। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাহিয়ান তন্ময়। নির্ঝর চৌধুরী বলেন, ‘বৈশাখ উপলক্ষে শ্রোতাদের নতুন একটি গান উপহার দেয়ার চেষ্টা ছিল আমাদের সবার। সেই গান প্রকাশ পেয়েছে- স্বাগতম বৈশাখ শিরোনামে। শ্রোতা দর্শককে বলব- শুনুন, দেখুন আর আনন্দে মাতুন এই গান উপভোগ করতে করতে।’ ইয়াসমিন লাবণ্য বলেন, ‘পয়লা বৈশাখে একটি গান প্রকাশিত হয়েছে, এটিই আমার কাছে একটু বেশি ভালো লাগার। কারণ নতুন বাংলা বছরের প্রথম দিনে, নতুন গান। অবশ্যই এটি অন্যরকম ভালো লাগার। গানটি শ্রোতা দর্শকের একটু একটু করে ভালো লাগছে, প্রাপ্তি এ টুকুই।’ মার্সেল বলেন, ‘গানটির কথার সাথে সঙ্গতি রেখে মনের মতো করে সুর করার চেষ্টা করেছি। আর যেহেতু বৈশাখের গান, তাই আমিও নিজের কণ্ঠটি এই গানের সাথে সম্পৃক্ত করেছি।
সব মিলিয়ে গানটি খুব ভালো হয়েছে। দেশের গানের মধ্যে এই গানটিও একটি থেকে যাওয়ার মতো গান হয়েছে। সবাইকে গানটি উপভোগ করার জন্য বিনীত অনুরোধ রইল।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা