২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অভির কথা ও সুরে গাইলেন ইউসুফ-লাবণ্য

-

অভি মঈনুদ্দীন গান লেখা ও সুর করা শুরু করেন ২০২০ সালে। তার জীবনের প্রথম লেখা ও সুর করা গান ছিল ‘চাইনা হৃদয় ভেঙে যাক’। কিন্তু এই গান প্রকাশের আগেই তিন্নির কণ্ঠ ‘শত শত রাত’, রুমানা ইসলামের কণ্ঠে ‘যেদিন চলে যেতে চেয়েছিলে তুমি’, ইউসুফের কণ্ঠে ‘আমি চাই তোমাকে’ ও মাহাদিয়ার কণ্ঠে ‘দিনগুনে’ গানগুলো প্রকাশিত হয়। অভির ইচ্ছে ছিল প্রথম লেখা ও সুর করা গানটি তিনি নিজে গাইবেন। ২০১২ সালে তিনি ভয়েজও দিয়েছিলেন। কিন্তু শেষমেশ এমন একটি চমৎকার গীতিকবিতার এবং অসাধারণ সুরের গান নিজে গেয়ে নষ্ট করতে চাননি। শেষ পর্যন্ত এই গান প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান ও বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নতুন আলোচিত সঙ্গীতশিল্পী ইয়াসমিন লাবণ্য, যার কণ্ঠের মাধুর্যতা এরই মধ্যে গানপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে গত ১ এপ্রিল রাজধানীর মিরপুরে ইউসুফের নিজস্ব স্টুডিও ‘আহ্বলাদ’-এ গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। ইউসুফ আহমেদ খান বলেন, ‘কিছু গান জীবনের সাথে খুব সম্পৃক্ত হয়ে যায়। এই গানের কথা আমার জীবনের সাথে যেকোনোভাবেই এত রিলেটেড তা ভাষায় প্রকাশের নয়। আমি এর আগে অভি ভাইয়ের আমি চাই তোমাকে গানটি গেয়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিন্তু নতুন এই গানের প্রতিটি শব্দের সাথে সুরে সুরে যেন আমার মনের ভেতরটা খেলা করে। এই গান শ্রোতাদের ভালো লাগবে। আর লাবণ্যের কণ্ঠটিকে আমাদের যত্ন করা উচিত। তার কণ্ঠটিকে ভালো গানের ক্ষেত্রে কাজে লাগানো উচিত। অভি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা রইল আজীবনের জন্য।’ গানটির সঙ্গীত পরিচালনায় ইউসুফ এবং সঙ্গীতায়োজনে আছে সাউন্ডহ্যাকার। ইয়াসমিন লাবণ্য বলেন, ‘এখন পর্যন্ত আমার সঙ্গীত জীবনের শ্রেষ্ঠ গান এটি। গানের কথা, সুর বুকের ভেতর হাহাকার সৃষ্টি করে। গানের কথার কী যে অমায়িক আবেদন আছে, সুরের মধ্যে কী যে মায়া আছে, দরদ আছে তা আসলেই ভাষায় প্রকাশের নয়। এই গান আমার কাছেও সারা জীবনের গান।


আরো সংবাদ



premium cement