ঈদে ভিন্ন গল্পের নাটকে তারা ৪ জন
- বিনোদন প্রতিবেদক
- ০৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের জন্য নির্মিত হয়েছে ‘বান্ধবী যখন ভাবী’ শিরোনামের একটি নাটক। এরই মধ্যে নাটকটির শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন জাবেদ মিন্টু। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কবির টুটুল, হেদায়েতুল্লাহ নান্নু, লারা লোটাস ও শাকিলা আক্তার। নাটকটি রচনা করেছেন এম এ সালাম সুমন। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে কবির টুটুল বলেন,‘ এখনতো আসলে অনেক ভিন্ন ধরনের গল্পের নাটক নির্মিত হচ্ছে। সেই ধারাবাকিতায় বান্ধবী যখন ভাবী-শিরোনামের এই নাটকটি নির্মিত হলো। আমার বিপরীতে লারা লোটাস অভিনয় করেছেন। লোটাসতো খুব ভালো অভিনয় করে। আর নান্নু, শাকিলা তারা দু’জনেও বেশ ভালো অভিনয় করে। যে কারণে জাবেদ মিন্টু ভাইয়ের নির্দেশনায় নাটকটি বেশ ভালো হয়েছে। প্রত্যেকেই ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। আশা করছি দর্শকের ভালো লাগবে নাটকটি।’ হেদায়েতুল্লাহ নান্নু বলেন, ‘অভিনয়ের দুনিয়ায় আমি এখনো শিক্ষার্থী। প্রতিনিয়তই নানান ধরনের গল্পে অভিনয় করে নতুন নতুন চরিত্রে অভিনয় করে আমার অভিনয় শেখার চেষ্টা অব্যাহত। এই নাটকে আমার চরিত্রটি আমি যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি পুরো নাটকটিই দর্শকের ভালো লাগবে।’ এ দিকে কবির টুটুল অভিনীত কাজী রশীদুল হক পাশা রচিত মুক্তিযুদ্ধের নাটক ‘অহঙ্কার’-এ অভিনয় করেছেন। নাটকটি এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। এতে টুটুলের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত বকুল আহমেদ পরিচালিত ‘মা বাবার দোয়া’ নাটকে নান্নুর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এ ছাড়া শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে নান্নু অভিনীত বকুল আহমেদ পরিচালিত ‘ঈদের যাকাত’ নাটকটি। নান্নু নিয়মিত কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘বকুলপুর সিজন টু’তেও অভিনয় করছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা