২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দুই দশক পর ‘কফির পেয়ালা’য় ইমন-আঁখি আলমগীর

-

শওকত আলী ইমন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশের বরেণ্য একজন সুরস্রষ্টা, সঙ্গীত পরিচালক। অন্য দিকে আঁখি আলমগীর-অভিনয়ে এবং গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী। ইমন গানের সুর সৃষ্টি নিয়ে ব্যস্ত থাকেন প্রতিনিয়ত। অন্য দিকে আঁখি আলমগীর নতুন নতুন মৌলিক গান গাওয়া এবং বছরজুড়ে স্টেজশো নিয়ে ব্যস্ত থাকেন। তবে ইমন মাঝে মধ্যে গানও গেয়ে থাকেন। আজ থেকে প্রায় দুই দশক আগে শওকত আলী ইমন ও আঁখি আলমগীর একটি দ্বৈত গান গেয়েছিলেন। দীর্ঘ বিরতির পর ধ্রুব গুহর ইউটিউব চ্যানেলে ধ্রুব মিউজিক স্টেশনের জন্য তারা দু’জন ‘কফির পেয়ালা’ শিরোনামে আরো একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন আশিক মাহমুদ, সুর করেছেন আকাশ মাহমুদ, সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজও শেষ বলে জানালেন আঁখি আলমগীর ও ইমন। গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘বেশ কিছু দিন আগের কথা। ইমন হঠাৎ আমাকে একটি গান পাঠায় এবং প্রশ্ন রাখে- গানটা গাবি? আমি তো গানটি শুনে এত মুগ্ধ হয়েছি যা সত্যিই বলার মতো নয়। এত সুন্দর টিউন, এত মেলোডিয়াস, এত রোমান্টিক গান- যা আমার ভীষণ ভালো লেগে যায়। আমি সাথে সাথেই বলে দেই, গানটি আমি গাইব। ইমন শুরুতেই বলেছিল, আমি আর ইমন এটি ডুয়েট গান হিসেবেই গাইব। ক’দিন পরে ভয়েজ দিলাম এবং চূড়ান্তভাবে এবারই প্রথম আমাদের সবার প্রিয় ফটোগ্রাফার সিথিল রহমান গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে। সিথিলের প্রতি আমার ভীষণ আস্থা ছিল, সে কাজটি ভালো করবে এবং দর্শক ভিডিওটি দেখলেই বুঝতে পারবে সিথিল কতটা দুর্দান্ত কাজ করেছে।


আরো সংবাদ



premium cement