যেমন চলছে ছোট পর্দার ঈদ প্রস্তুতি
- সাকিবুল হাসান
- ২৮ মার্চ ২০২৪, ০০:০৫
ঈদ আনন্দের বড় জায়গা দখল করে রাখে নাটক। তাই নির্মাতারা ঈদের দুই-তিন মাস আগে থেকেই এর প্রস্তুতি নিচে শুরু করেন। সে হিসাবে নির্মাতাদের ঈদ প্রস্তুতি এখন শেষের দিকে। অভিনয়শিল্পীদের বেশির ভাগই তাদের হাতে থাকা নাটকের কাজ শেষ করেছেন। রোজার চার মাস আগেই শুরু হয়েছে ঈদ নাটক ও টেলিছবির কাজ। এখন শুটিং কমলেও বেড়েছে এডিটিংয়ের ব্যস্ততা।
পাশাপাশি চ্যানেলে চ্যানেলে ঈদের কাজগুলো জমা দিচ্ছেন নির্মাতারা। বছর পাঁচেক আগেও ঈদ নাটকের শুটিং বেশির ভাগই হতো উত্তরায়। এখন সেই চিরচেনা দৃশ্যপট যেন বদলাতে শুরু করেছে। গাজীপুরের পুবাইলসহ উত্তরার বাইরে ঢাকার কিছু লোকেশনে দেখা গেছে টেলিভিশন নাটকের পরিচালক ও অভিনয়শিল্পীদের ব্যস্ততা।
গত মঙ্গলবার উত্তরায় প্রায় ২০টি শুটিং হাউজে সরেজমিন গিয়ে ঈদ নাটকের কোনো শুটিং দেখতে পাওয়া যায়নি। ‘অপরাজিতা’, ‘আপনঘর’, ‘আনন্দবাড়ী’,‘লাবণী’,‘মন্দিরা’, ‘দোলনচাঁপা’, ‘হৈচৈ’,‘মণি মহল’,‘চড়ুই বাসা’, ‘নোঙর’,‘ক্ষণিকালয়’-এর মতো শুটিংবাড়িতে বিরাজ করছিল সুনসান নীরবতা! এন আর স্টুডিওর দুটি শুটিং হাউজই তালাবদ্ধ।
শুধু স্বপ্নিল৪-এ শুটিং হচ্ছে। এটি ঈদ নাটকের নয়,বউ-শাশুড়ি ধারাবাহিকের। ঈদে হাসির নাটকের আধিক্য থাকে। পাশাপাশি রোমান্টিক, পারিবারিক আবহের গল্প নিয়েও নির্মাতারা কাজ করছেন। এবারও হরেক রকম আমেজের নাটক থাকবে ঈদ আয়োজনে, এমনটিই জানিয়েছেন নির্মাতারা। খণ্ড নাটকের পাশাপাশি ঈদ ধারাবাহিকও এখন দর্শক পছন্দের। অনেক নির্মাতা-তারকা হাজির হবেন নাটকের সিকুয়েল নিয়ে।
ওটিটিসহ নানা মাধ্যমের কাজে ব্যস্ততা বাড়ায় ঈদে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, জাহিদ হাসান, জিয়াউল ফারুক অপূর্ব, রুনা খান, জাকিয়া বারী মম, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিন, নুসরাত ইমরোজ তিশার মতো তারকার উপস্থিতি টিভি পর্দায় কম কবে। তবে নতুন নাটকে কাজ না করলেও অনেকেরই পুরনো কিছু কাজ প্রচার হবে।
অন্য দিকে মীর সাব্বির, সজল নূর, মুশফিক আর ফারহান, ইয়াশ রোহান, তৌসিফ মাহবুব, নিলয় আলমগীর, খায়রুল বাসার, ফারহান আহমেদ জোভান, ইরফান সাজ্জাদ, জিয়াউল হক পলাশ, পাভেল, মারজুক রাসেল, জাহের আলভী, শাশ্বত দত্ত, আরশ খান, তানজিন তিশা, সাবিলা নূর, সাফা কবির, জান্নাতুল সুমাইয়া হিমি, পারসা ইভানা, ফারজানা ছবি, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, অহনা, মৌসুমী হামিদ, নাজিয়া হক অর্ষা, তানিয়া বৃষ্টি, কেয়া পায়েল, রুকাইয়া জাহান চমক, সামিরা খান মাহি, তানজিম সাইয়ারা তটিনী, নাজনীন নীহা, সাদিয়া আয়মানের মতো অভিনয় শিল্পীদের থাকবে সরব উপস্থিতি। তাদের মধ্যে কোনো কোনো অভিনয় শিল্পীকে ডজনের বেশি নাটকে দেখা যাবে। এ সময়ের ব্যস্ত জুটি নিলয় ও হিমি। এবারও ঈদে সর্বাধিক নাটকে জুটি হয়েছেন তারা। দু’জনের নাটকের সংখ্যা ১৭ ছাড়াতে পারে। তারা এরই মধ্যে বেশ কিছু নাটকে কাজ করেছেন। চাঁদরাত পর্যন্ত থাকবে তাদের ব্যস্ততা।
ঈদের নাটকের কাজ নিয়ে তৌসিফ মাহবুব বলেন, ‘বেশ আগে থেকেই নাটকে অভিনয় শুরু করেছি। নতুন-পুরনো মিলিয়ে ১৮টির মতো নাটক প্রচার হবে ঈদে। এ আয়োজনে কত বেশি নাটকে কাজ করেছি, সেটি আমার কাছে মুখ্য নয়, কয়টি ভালো নাটক প্রচার হলো, সেটিই বড় বিষয়। চেষ্টা করেছি নতুন চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হতে। গৎবাঁধা চরিত্র নয়, নতুন কিছু চরিত্রে আমাকে দর্শক দেখতে পাবেন।’ তরুণ অভিনেত্রী কেয়া পায়েল বলেন, ‘দর্শক ঈদে নানা ধরনের গল্পের নাটক দেখতে চান। তাদের কথা মাথায় রেখেই ভিন্নধর্মী কিছু গল্পে অভিনয় করেছি। চরিত্রে বেশ নতুনত্ব রয়েছে; যা দর্শকের ভালো লাগবে।’
মম ও শাহেদ শরীফকে নিয়ে গুণী অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত বানিয়েছেন নাটক ‘শিলা বৃষ্টির শরবত’। গত মাসের শেষের দিকে এর দৃশ্য ধারণ শেষ করেছেন তিনি। সালাহউদ্দিন লাভলুর নাটক মানেই ভিন্নকিছু। ঈদে তার পরিচালনায় দর্শক দেখতে পাবেন নাটক ‘গায়ে হলুদের রাতে’। এটি লিখেছেন রাজিয়া সুলতানা জেনি। নাটকটি প্রচার হবে চ্যানেল আইয়ে। নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ সাদিয়া আয়মান ও খায়রুল বাশারকে নিয়ে নির্মাণ করছেন নাটক ‘ও মন’। এ ছাড়া আরো তিনটি নাটক তার নির্মাণ করার কথা রয়েছে। নির্মাতা কাজল আরেফিন অমির নাটক কিংবা টেলিছবি থাকে দর্শক আগ্রহের কেন্দ্রে। চ্যানেল আইর জন্য তিনি এবার নির্মাণ করেছেন টেলিছবি ‘শেষমেশ’। সাগর জাহান ছোটপর্দার জন্য শেষ করেছেন তিনটি নাটকের কাজ। আরো দুটির নাটক নির্মাণের কথা রয়েছে তার। নির্মাতা অনিমেষ আইচ দীপ্ত টিভির জন্য নির্মাণ করেছেন একটি ওয়েব ছবি। অভিনেতা ও নির্মাতা শামীম জামান নির্মাণ করেছেন পাঁচটি নাটক। হাস্যরসাত্মক গল্পের পাশাপাশি বক্তব্যধর্মী গল্পই এবার বেছে নিয়েছেন তিনি।
এ ছাড়া সকাল আহমেদ, চয়নিকা চৌধুরী, ভিকি জাহেদ, মিজানুর রহমান আরিয়ান, ওসমান মিরাজ, রাকেশ বসু, রাফাত মজুমদার রিকু, জুবায়ের ইবনে বকর, এস আর মজুমদার, শহীদ উন নবী, আবু হায়াত মাহমুদ, মইদুল রাকিবসহ দুই শতাধিক নির্মাতা তাদের কাজ নিয়ে হাজির হবেন ঈদ আয়োজনে। ওটিটির কাজে ব্যস্ত থাকায় এবার নির্মাতা শিহাব শাহিনের কাজ থাকছে না ছোটপর্দায়। এ তালিকায় রয়েছে আরো অনেক নির্মাতার নাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা