২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘পারিনা ভুলে যেতে’ পারেন না ভুলে যেতে ববিতা

-

ববিতা, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা। যিনি বাংলাদেশের প্রখ্যাত সব পরিচালকদের নির্দেশনায় বহু বিখ্যাত সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছেন। সিনেমাতে অভিনয় করে তিনি বেশ কয়েকবার শ্রেষ্ঠ চলচ্চিত্রাভিনেত্রীরও সুযোগ পেয়েছেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য আজীবন সম্মাননাতেও ভূষিত হয়েছেন। সেই নন্দিত জনপ্রিয় নায়িকা ববিতাকে দীর্ঘ দিন ধরে নতুন কোনো সিনেমাতে দেখা যাচ্ছে না। তবে তিনি না-ও করেননি যে সিনেমাতে আর অভিনয় করবেন না। একটি ভালো গল্প চান তিনি। একদম মৌলিক একটি গল্প। যে গল্প নিয়ে কখনো কোথাও কোনো সিনেমা নির্মিত হয়নি। আবার কিছু ভালো গানও চান। কারণ গানই হলো সিনেমার প্রাণ। কথা প্রসঙ্গে তিনি আওকাত হোসেন পরিচালিত ১৯৮১ সালের ৪ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাক্ষী’ সিনেমার ‘পারিনা ভুলে যেতে’ গানটির কথা বিশেষভাবে উল্লেখ করে ববিতা বলেন, ‘পারি না ভুলে যেতে-স্মৃতিরা মালা গেঁথে-হারানো সে পৃথিবীতে ডেকে নিয়ে যায়-আমারে কাঁদায়- কী সুন্দর গানের কথা, কী চমৎকার গানের সুর। আমার লিপে গানটি দর্শক উপভোগ করেছিলেন। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ। তিনি এত আবেগ দিয়ে গান গাইতেন যা সত্যিই মনকে নাড়া দিত। আমার খুব মনে পড়ে এই গানের কিছু দৃশ্য বিএফডিসির বাইরে হয়েছিল বাকিটা শুটিং এফডিসির ভেতরে গাড়ির মধ্যে বসেই আমাকে করতে হয়েছিল। মূলত সিনেমাটোগ্রাফার তার মেধা দিয়ে গানটির দৃশ্যায়ন করেছিলেন সিনেমাটি মুক্তি পাওয়ার পর গানটি বেশ সাড়া ফেলেছিল। এই গান এখনো শ্রোতা দর্শকের মধ্যে বেঁচে আছে। একটি গানের আবেদন কতটা শক্তিশালী হলে এতটা বছর পরও দর্শকের কাছে প্রিয়। আরো বহু যুগ এই গান বেঁচে থাকবে। মনে পড়ে সে বছর আমার অভিনীত আরেকটি ছবি বেশ সাড়া ফেলেছিল। আমজাদ হোসেন ভাইয়ের ‘জন্ম থেকে জ্বলছি’। এই সিনেমার গানগুলোও বেশ সাড়া ফেলেছিল। কিন্তু পারি না ভুলে যেতে গানটি এখনো চাইলেই ভুলতে পারি না। প্রায় সময়ই গুনগুন করে গাই আমি।’ ববিতা অভিনতি সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’। এরপর আর কোনো সিনেমাতে অভিনয় করেননি ববিতা। কখনো দেশে, কখনো কানাডায় একমাত্র ছেলে অনিকের কাছে, আবার কখনো আমেরিকায় ভাইদের কাছে সময় কাটান ববিতা। উল্লেখ্য, ‘সাক্ষী’ সিনেমার ‘পারি না ভুলে যেতে’ গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আলাউদ্দিন আলী।


আরো সংবাদ



premium cement