২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাবিবের সাথে ‘থামবে না ভালোবাসা’ দিয়ে বাজিমাত মৌলীর

-

এই প্রজন্মের গায়িকাদের মধ্যে একটি স্বপ্ন থাকে, বাংলাদেশের নন্দিত জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার হাবিব ওয়াহিদের সাথে একটি গান করার। অনেকেরই সেই স্বপ্ন শুরুতেই পূরণ হয়, আবার অনেকেরই তা পূরণ হতে সময় লেগে যায়। কিন্তু কুষ্টিয়ার কুমারখালির কুণ্ডুপাড়ার মেয়ে মৌলী মজুমদারের এই স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে তা তিনি কল্পনাও করতে পারেননি। মৌলী মজুমদার, এক দিন হাবিব ওয়াহিদকে তার একটি গান পাঠালেন। মৌলীর কণ্ঠ শুনে হাবিব ওয়াহিদ তাকে ডাকলেন এবং সে দিনই তাকে একটি গান দিলেন; যা ছিল মৌলী মজুমদারের জীবনের প্রথম মৌলিক গান। গানটির শিরোনাম ‘থামবে না ভালোবাসা’। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। গানটির সুর সঙ্গীত করেছেন হাবিব ওয়াহিদ। ‘হাবিব ওয়াহিদ’ ইউটিউব চ্য্যানেলে প্রকাশিত এই গানটি এখন পর্যন্ত এক লক্ষাধিক ভিউয়ার্স উপভোগ করেছেন। তার কিছু দিন পরই জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে মৌলীর কণ্ঠে আরেকটি গান। শিরোনাম ‘উড়াল মন’। এটি নাটকের গান। গানটি লিখেছেন ও সুর করেছেন আপেল মাহমুদ এমিল। তানভীর তন্ময় পরিচালিত নিলয় ও তানিয়া বৃষ্টি অভিনীত ‘উড়াল মন’ নাটকের গান এটি। এই গানটির জন্য মৌলী বেশ সাড়া পেয়েছেন। মৌলী জানান আগামী ঈদে আরো দু’টি নাটকের গান আসছে। তার সাথে রেহান রসূল ও বেলাল খান গান গেয়েছেন। কথা ও সুর শোভন রায়ের। মৌলীর গানে হাতেখড়ি তার ঠাকুর দাদা নির্মল চন্দ্র মজমুদারের কাছে। মৌলীর বাবা চঞ্চল মজুমদার, তার মা মিমি মজুমদার। মৌলীর মাও গান করেন। ছায়ানট থেকে আট বছরের নজরুল সঙ্গীতের কোর্স সম্পন্ন করে মৌলী এখন ‘মিউজিক কলেজ’-এ ফোক গানে অনার্স করছেন, আছেন তৃতীয় বর্ষে।

 


আরো সংবাদ



premium cement
ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সকল