২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চেক প্রজাতন্ত্রের নতুন বিশ্বসুন্দরী : ক্রিস্টিনা

চেক প্রজাতন্ত্রের নতুন বিশ্বসুন্দরী : ক্রিস্টিনা -

ভারতে ২৮ বছর পর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ডে বসেছিল বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত আসর। শনিবার তারকাখচিত সন্ধ্যায় চোখধাঁধানো অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সুন্দরীদের পরিবেশনায় মন্ত্রমুগ্ধ ভারতসহ পুরো বিশ্ব। ভারতে অনুষ্ঠানের আয়োজন করায় বলিউড তারকা ও সঙ্গীতশিল্পীদের ছিল সরব উপস্থিতি। টান টান উত্তেজনার মধ্যে যাচাই-বাছাইয়ের পর অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ঘোষিত হয় ৭১তম বিশ্বসুন্দরীর নাম, তিনি চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা।
১১৫টি দেশের প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সম্মানজনক এই মুকুট ছিনিয়ে নিয়েছেন ২৪ বছর বয়সী ক্রিস্টিনা পিসকোভা। তার মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী পোল্যান্ডের ক্যারোলিনা বিয়েলাওস্কা। আয়োজনে প্রথম রানারআপ হয়েছেন লেবাননের ইয়াসমিনা জেইতুন। বিশ্বজুড়ে নারীর ক্ষমতা ও প্রভাব নিয়ে প্রশ্নোত্তর পর্বে আলোচনা হয়। তার পরই বিশ্ববিখ্যাত এই সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী বেছে নেয়া হয়।
মডেলিংয়ের পাশাপাশি সামাজিক কাজকর্মেও জড়িত বিশ্বসুন্দরী ক্রিস্টিনা। সবুজ চোখের এই সুন্দরী প্রতিষ্ঠা করেছেন ক্রিস্টিনা পিসকোসকা ফাউন্ডেশন। বিভিন্ন ভাষায়ও আছে তার দখল।
ঝরঝরে ইংরেজির সাথে পোলিশ, স্লোভাক ও জার্মান ভাষাও বলতে পারেন ক্রিস্টিনা। আবার লেখাপড়ার মাধ্যমে দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য আইনি লড়াইও লড়েছেন তিনি। সেই সাথে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও ডিগ্রি আছে তার। স্বেচ্ছাসেবী কাজের পাশাপাশি তিনি একজন আন্তর্জাতিক মডেলও।
মিস ওয়ার্ল্ড ওয়েসবসাইটে ক্রিস্টিনার প্রোফাইলে লেখা আছে, তানজানিয়ার প্রত্যন্ত এলাকার দুস্থ শিশুদের জন্য একটি ইংরেজি মাধ্যম স্কুল উদ্বোধন করেছেন তিনি। সেটিই তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। এসব কাজের মধ্যে বাঁশি ও বেহালা বাজাতেও ভালোবাসেন ক্রিস্টিনা। ৯ বছর ধরে আর্ট অ্যাকাডেমিতে এ বিষয়ে পড়াশোনাও করেছেন তিনি। ক্রিস্টিনার এত কাজ এবং তার মনোমুগ্ধকর সব পরিবেশনায় আগেই গুঞ্জন উঠেছিল, এবারের বিশ্বসুন্দরী হতে যাচ্ছেন এই সবুজ চোখের চেক সুন্দরী।
চলতি বছর ভারত আয়োজক দেশ হওয়ায় অনুষ্ঠানটি নিয়ে ছিল বাড়তি আকর্ষণ। বিচারকের প্যানেলে ছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন, পূজা হেগড়ের মতো জনপ্রিয় তারকারা। পাশাপাশি উপস্থিত ছিলেন অর্গানাইজেশনের সিইও জুলিয়া এলভিন মর্লি হরভজন সিং, রজত শর্মা, জামিল সইদ, বিনিত জৈন এবং সাবেক বিশ্বসুন্দরী মানুষী ছিল্লারসহ ১২ জনের বিচারক প্যানেল।
এ দিনের অনুষ্ঠানে শান, নেহা কক্কর, টনি কক্করের মতো শিল্পীরা মঞ্চে উঠেছিলেন বিভিন্ন সময়ে। ভারতের প্রতিনিধিত্ব করেন সিনি শেঠি। প্রথম আটে উঠেছিলেন তিনি। এবারের বিশ্বসুন্দরীর আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন শাম্মী ইসলাম নীলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বলিউড প্রযোজক করন জোহর এবং সাবেক মার্কিন বিশ্বসুন্দরী মেগান ইয়ং। এর আগে ২০০৬ সালে বিশ্বসুন্দরীর শিরোপা জিতে নিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের তাতানা কুচারোভা।


আরো সংবাদ



premium cement