জোহরা গাজী স্বামীকে নিয়ে লিখলেন ‘আগুনের সাথে বসবাস’
- বিনোদন প্রতিবেদক
- ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:২৩
বাংলাদেশে তথা বিশ্ব সঙ্গীতাঙ্গনের গর্ব গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। তিনি শুধু একজন গীতিকারই ছিলেন না, ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, কাহিনীকার। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একমাত্র তিনিই সেই ব্যক্তিত্ব যিনি জীবদ্দশায় বেসামরিক সর্বোচ্চ রাষ্ট্রীয় দু’টি সম্মাননা ‘স্বাধীনতা পদক’ ও ‘একুশে পদক’-এ ভূষিত হয়েছিলেন। অনেক গল্প আড্ডায় গাজী মাজহারুল আনোয়ার তার স্ত্রী জোহরা গাজীর মুখ থেকে এ কথা শুনতেন যে তিনি আগুনের সাথে বসবাস করছেন। গাজী মাজহারুল আনোয়ার তার জীবদ্দশাতেই তার সুযোগ্য কন্যা দর্শকপ্রিয় সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা দিঠি আনোয়ার ও একমাত্র ছেলে দেশের সফল একজন ব্যবসায়ী উপলের উদ্যোগে, সাংবাদিক অভি মঈনুদ্দীনের সহযোগিতায় ‘ভাষা চিত্র’ প্রকাশনীর কর্ণধার খন্দকার সোহেলের মাধ্যমে লিখিত গানের নেপথ্যের গল্প নিয়ে ‘অল্প কথার গল্প গান’ বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছিলেন। জীবদ্দশায় সেই বই প্রকাশ করতে পেরেছিলেন বিধায় গাজী মাজহারুল আনোয়ার, দিঠি, উপল খন্দকার সোহেলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন। আজ আমাদের মধ্যে গাজী মাজহারুল আনোয়ার নেই। কিন্তু আছে তার লেখা হাজার হাজার গান। যে গানের মধ্যেই শ্রোতা দর্শক তাকে খুঁজে পান। আরো গভীরভাবে শ্রোতা দর্শক ও পাঠক এবার খুঁজে পাবেন তারই স্ত্রী জোহরা গাজীর লেখা ‘আগুনের সাথে বসবাস’ বইটির মধ্যে। এই বইয়েরই প্রকাশনা উৎসব ছিল গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমিতে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা