২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রুবেল হাসানের‘আমার সংসার’ তারিন-সজল

রুবেল হাসানের‘আমার সংসার’ তারিন-সজল -

বাংলাদেশের নাট্যাঙ্গনের নন্দিত জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। তার অভিনয় এখনো দর্শক প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেন। কারণ অভিনয়ে তিনি এতটাই প্রাণবন্ত এবং ন্যাচারাল যাতে মনে হয় তিনি যে চরিত্রটিতে অভিনয় করছেন তা যেন দর্শকের কাছে সত্যিকারের এক চরিত্র হয়ে উঠেছে। পরিচালকরা এখনো তারিনকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করার অন্যতম কারণ হচ্ছে চরিত্রানুযায়ী তারিন শতভাগ অভিনয়টাই করে থাকেন। যে কারণে তাকে কাস্ট করে পরিচালক নিশ্চিত থাকেন যে একটি ভালো কাজ হতে যাচ্ছে। পরিচালক রুবেল হাসানের ক্ষেত্রেও যেন ঠিক তাই হয়েছে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে রুবেল হাসান কিছুদিন আগেই নির্মাণ করেছেন ভালোবাসা দিবসে একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য বিশেষ নাটক ‘আমার সংসার’। এতে বেশ কিছুদিন বিরতির পর একসাথে অভিনয় করেছেন তারিন জাহান ও আব্দুন নূর সজল। সর্বশেষ তাদের দু’জনকে একই সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। সিনেমার নাম ‘১৯৭১ সেইসব দিন’। এটি নির্মাণ করেছেন হৃদি হক। যা গেল শুক্রবার আবারো মুক্তি পেয়েছে। সর্বশেষ তারিন ও সজল আলভী আহমেদের পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন। বিরতির পর আবারো তারিনের সাথে অভিনয় করা প্রসঙ্গে সজল বলেন,‘ তারিন আপা আমার ভীষণ ভীষণ প্রিয় একজন অভিনেত্রী। তাকে নিয়ে বলতে গেলে আসলে খুউব অল্প কথায় সবটুকু ভাব প্রকাশ করা আসলেই সম্ভব নয়। তিনি একজন ভীষণ মেধাবী অভিনয় শিল্পী। তারিন আপার মতো শিল্পীদের নিয়ে বিভিন্ন ধরনের গল্পের কাজ ধারাবাহিকভাবে হওয়া উচিত। কারণ তারা অভিনয়টাকেই ভীষণ ভালোবাসেন। অভিনয়েই তারা নিয়মিত থাকতে চান। একজন মানুষ হিসেবে তারিন আপা খুউব খুউব ভালো মনের একজন মানুষ। সেট-এ তারিন আপা থাকা মানেই পুরো কাজের প্রতি ইউনিটের আলাদা একটা মনোযোগ থাকে। যে কারণে কাজটির আটপুটও অনেক ভালো হয়। সেট-এর সবার প্রতি বিশেষত শিল্পীদের প্রতি তারিন আপার খেয়াল এবং ভালোবাসা থাকে একদমই পরিবারের মতো। তার সাথে অভিনয় করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার সংসার-এ তার সাথে অভিনয় করে আমি বলা যায় আরো নতুন কিছু শিখলাম। আমাদের দু’জনের রসায়ন দর্শকের ভালো লাগবে।’ নাটকটিতে আরো অভিনয় করেছেন সিনথিয়া, পাভেল, মিলি বাসারসহ আরো অনেকে। এ দিকে সজল জানান আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে তিনি একটি ওটিটি প্লাটফরমের জন্য নতুন একটি কন্টেন্টের কাজ করবেন। এ দিকে তারিন জাহান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম ক্রয় করে জমাও দিয়েছেন এরই মধ্যে। অনেকেই আশা করছেন এবার সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য হয়ে যেতে পারেন তারিন।


আরো সংবাদ



premium cement