পূর্ণিমাকে নিয়ে আগ্রহ ছিল চাষী নজরুল ইসলামের
- বিনোদন প্রতিবেদক
- ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নন্দিত নায়িকা পূর্ণিমা। পূর্ণিমার মধ্যে অভিনয়ের সহজাত প্রকৃত রূপ আবিষ্কার করতে পেরেছিলেন প্রয়াত বরেণ্য গুণী চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম। যে কারণে তিনি পূর্ণিমাকে নিয়ে পরপর তিনটি সিনেমা ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি’ ও ‘সুভা’ নির্মাণ করেছিলেন। তিনটি সিনেমাতেই দর্শক পূর্ণিমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে তার অসাধারণ অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন। এসব চরিত্রে অভিনয়ের জন্য একজন শিল্পীকে ভীষণ পরিশ্রমী হতে হয়, ভীষণ ডেডিকেটেড হতে হয়। পূর্ণিমা ঠিক তাই হয়েছিলেন বিধায় চাষী নজরুল ইসলামের মতো একজন মেধাবী পরিচালকের পরপর তিনটি সিনেমাতে অভিনয় করতে পেরেছিলেন। তিনটি সিনেমাই ছিল সাহিত্যনির্ভর সিনেমা। চাষী নজরুল ইসলাম প্রসঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে পূর্ণিমা বলেন, “শ্রদ্ধেয় চাষী নজরুল ইসলাম স্যার ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের একজন অন্যতম অত্যাধুনিক, শিক্ষিত, রুচিশীল ও ভীষণ মেধাবী একজন পরিচালক। আমার পরম সৌভাগ্য যে, আমি তার নির্দেশিত পরপর তিনটি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছি। যেহেতু তিনটি সিনেমায় তার সাথে আমার পথচলা, তাই সম্পর্কটাও হয়ে গিয়েছিল বাবা আর মেয়ের মতোই। তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন। আমি শুনেছিলাম, তিনি আমাকে নিয়ে পরবর্তীতে আরো সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছিলেন। কেন যেন আমার উপর তার ভীষণ আস্থা ছিল। আমিও তার নির্দেশনায় কাজ করতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করতাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা