২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বুবলীর প্রশংসায় রুনা লায়লা

-


সম্প্রতি একটি অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার সাথে দেখা হয় এই প্রজন্মের সবচেয়ে ব্যস্ততম এবং জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন রুনা লায়লা। অন্যান্য অনেকে তারকা শিল্পীর মতো সেখানে উপস্থিত হন বুবলী। উপস্থিত হয়েই তিনি সরাসরি চলে যান রুনা লায়লার কাছে। কাছে গিয়েই রুনা লায়লাকে সালাম করেন এবং এর পরপরই রুনা লায়লার সামনে নতজানু (হাঁটু গেড়ে বসা) হয়ে বসে পড়লেন। রুনা লায়লার সাথে এভাবে কিছুক্ষণ আলাপ করার পর রুনা লায়লাই বুবলীকে তার পাশে বসতে বলেন। রুনা লায়লার পাশে বসেই বুবলী বেশ কিছুটা সময় অনুষ্ঠান উপভোগ করেন। রুনা লায়লা তার অভিনয়ের প্রশংসা করে বলেন, ‘তুমি তো অভিনয়ে বেশ ভালো করছ। যেহেতু এখন মোবাইল হাতে থাকে, মাঝে মধ্যে তোমার কিছু কাজ চোখের সামনে চলে আসে। সেগুলো বেশ আগ্রহ নিয়েই দেখি। বেশ সুন্দর তোমার অভিনয়। তা ছাড়া সংবাদ মাধ্যমেও মাঝে মধ্যে তোমার অভিনয়ের প্রশংসার খবরও চোখে পড়ে। দোয়া করি তুমি আরো ভালো করো, আরো বড় হও।’ রুনা লায়লার কাছ থেকে এমন কমপ্লিমেন্ট পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন বুবলী। বুবলী রুনা লায়লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে শুধু এতটুকুই বলেছেন, ‘ম্যাডাম, আপনি আমার অভিনয় দেখেন, এটিই আমার অনেক বড় প্রাপ্তি। আমার অভিনয় আপনি পর্যন্ত পৌঁছাতে পেরেছি, আপনার ভালো লেগেছে- এটিই আমার জন্য অনেক। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালো করতে পারি।’ রুনা লায়লা এ মুহূর্তে দেশের বাইরে আছেন। বাংলাদেশের একটি রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালে দেশের বাইরে হওয়ার কথা। তিনি সেখানেই গিয়ে আগেই পৌঁছেছেন। গ্র্যান্ড ফিনালে হওয়ার পর তিনি দেশে ফিরবেন। এ দিকে বুবলী কিছু দিন আগে কলকাতা গিয়েছিলেন। সেখানে তিনি রাশেদ রাহার নির্দেশনায় একটি সিনেমার কাজ করেছেন। কলকাতার কাজ শেষ করে এরই মধ্যে তিনি ঢাকায় এসেছেন। বুবলী অভিনীত সর্বশেষ আলোচিত-দর্শকপ্রিয় সিনেমা ছিল চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’। কিছু দিন আগে বুবলী দেবাশীষ বিশ্বাসের ‘তুমি খোনে আমি সেখানে’ সিনেমাতেও অভিনয় করেছেন।


আরো সংবাদ



premium cement