নওশাবার নির্দেশনায় মঞ্চে আসছে ‘ত্রিবেণী’
- বিনোদন প্রতিবেদক
- ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
নন্দিত, গুণী অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ২০১৮ সালে ‘টুগেদার উইকে-’ নামের একটি নাট্যদল গঠন করেন। এই দলের এখন পর্যন্ত মঞ্চস্থ হওয়া নাটক হলো ‘মুক্তি আলোয় আলোয়’, ‘আলোর খোঁজে’, ‘রিয়া গার্ল উইথ অ্যা হোয়াইট পিজন’। এবার বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের তিনি মঞ্চে তুলতে যাচ্ছেন। এজাজ ফারহার রচনায় নওশাবার নির্দেশনায় আগামী মার্চ মাসের শুরুতে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘ত্রিবেণী’। এরই মধ্যে এক সপ্তাহ নাটকের রিহার্সেল হয়েছে। আর ক’দিন পরই নওশাবা রংপুর যাবেন। সেখানকার বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের নিয়ে তিনি টানা এক মাস রিহার্সেল করবেন। আর এর পরপরই মঞ্চে উঠাবেন তাদের ‘ত্রিবেণী’ নাটকের মধ্যদিয়ে। আগামী মার্চ মাসের শুরুতে ঢাকায় ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা থিয়েটারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি নাট্যোৎসব। এই উৎসবেই ‘ত্রিবেণী’ নাটকটি প্রদর্শিত হবে বলে জানান নওশাবা। নওশাবা জানান, এই নাটকে তিনি অভিনয় করবেন না। নওশাবা বলেন,‘ অনেক কষ্ট করে সংগ্রাম করে আমরা ক’জন মিলে টুগেদার উইকে- দলটি প্রতিষ্ঠিত করেছি। আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু থিয়েটারের প্রতি ভালোবাসা থেকেই আমরা সবাই মিলেমিশে দলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই দলের এর আগে কয়েকটি নাটক মঞ্চস্থ হয়েছে। এবার দর্শকের সামনে নিয়ে আসছি ত্রিবেণী। যেহেতু নাটকে অভিনয় করবে বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুরা। তাই আমাদের প্রস্তুতিও অনেকটা সময় নিয়ে নিতে হচ্ছে। আমি ক’দিন পরই রংপুর চলে যাবো। সেখানে টানা একমাস রিহার্সেল করার পর ঢাকায় এসে নাটক মঞ্চস্থ করা হবে। আমার আশপাশে যারা আছেন তাদের সবার সহযোগিতা চাই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা