২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জগদ্বিখ্যাতরা যেখানে পড়েছেন সেখানেই পড়ছেন শ্রাবণী

-

শ্রাবণী সায়ন্তনী, এই প্রজন্মের একজন সঙ্গীতশিল্পী। রংপুরের এই গায়িকার বয়স যখন মাত্র তিন, সেই বয়সেই তার বাবা গণেশ চন্দ্র মোহন্তের কাছে তালিম নেন। বাবার কাছেই সা রে গা মা শিখেন তিনি। এরপর তার শিক্ষক দীপা ঘোষ ও জিয়াউল হক লিপুর কাছে দীর্ঘদিন তালিম নেন। রংপুরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি এইচএসসি সম্পন্ন করার পর বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য তিনি বর্তমানে ভারতে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে প্রতিষ্ঠিত ‘বিশ^ভারতী বিশ^বিদ্যালয়’-এ হিন্দুস্তানি ক্ল্যাসিক্যাল মিউজিকে অনার্স করছেন। বর্তমানে অনার্সে দ্বিতীয় বর্ষে আছেন তিনি। বিশ্বভারতী ভারতের একটি কেন্দ্রীয় বিশ^বিদ্যালয়। ১৯২১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। ১৯৫১ সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। কবিপুত্র রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি। এই বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য সাবেকদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অস্কারবিজয়ী চিত্রপরিচালক সত্যজিৎ রায়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রমুখ। শ্রাবণী সায়ন্তনী বলেন, ‘ছোটবেলায় যেখানে থাকতাম, সেই বাসার আশপাশেই এক দিদি গান শিখতেন। তখন থেকেই আসলে গান শেখার প্রতি, গাওয়ার প্রতি আমার প্রবল আগ্রহ। বাবা আমার গানের প্রতি ভীষণ ঝোক দেখে তিনি নিজেই আমাকে প্রথম গানে তালিম দিলেন। সেই থেকে সেই যে শুরু, এখনো চলছে। মাঝে একবার সেরাকণ্ঠতে অংশ নিয়েছিলাম। এর বাইরে জীবনের পুরোটা সময় পড়াশোনা আর গান- এ নিয়েই কেটেছে আমার জীবন। আমার জীবনটা আসলে গানময় এক জীবন। জীবনের যা কিছু ভালোলাগা তার পুরোটাজুড়েই গান। তাই দেশের বাইরে বিখ্যাত ব্যক্তিত্বরা যেখানে পড়াশোনা করেছেন সেখানে এসে হিন্দুস্তানি ক্ল্যাসিক্যালে উচ্চশিক্ষা গ্রহণ করছি, এটি ভীষণ গর্বের বিষয় আমার জন্য। জানি না কতটুকু পারব। তবে আমার শতভাগ অধ্যবসায় আছে গানকে ঘিরে।’


আরো সংবাদ



premium cement