২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নিয়মিত হওয়ার চেষ্টায় রিফাত চৌধুরী

-

তার অভিনীত, নাটক সিনেমা দেখে দর্শক মুগ্ধ হয়েছেন। তিনি যখন যে নাটকে অভিনয় করেছেন কিংবা যে সিনেমাতে অভিনয় করেছেন সেই চরিত্রটিই হয়ে উঠার চেষ্টা করেছেন। তিনি কিশোরগঞ্জের সন্তান অভিনেতা রিফাত চৌধুরী। তবে অভিনেতা পরিচয়ের আগে তিনি একজন কবি। বেশ কিছু দিন যাবত তিনি কিশোরগঞ্জেই সময় কাটিয়েছেন। কিন্তু কিছু দিন আগে আবার ঢাকায় এসেছেন তিনি। এসেই অভিনয়ে নিয়মিত হবার চেষ্টা করছেন। এরই মধ্যে আগামী ঈদের জন্য একটি সাত পর্বের ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন মাইদুল রাকিব। রিফাত চৌধুরী প্রথম অভিনয় করেন নূরুল আলম আতিকের পরিচালনায় ‘বিজন মানুষ’ নাটকে। তবে অভিনয়ে তার টার্নিং পয়েন্ট ছিল মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় দর্শকপ্রিয়তা পাওয়া ধারাবাহিক নাটক ‘সিক্সটি নাইন’। এতে তিনি স্বনামে অভিনয় করেছিলেন। রিফাত কাকা’ নামেই তিনি তখন বেশ আলোচনায় চলে আসেন। এর পর থেকে তাকে সবাই রিফাত কাকা বলেই অভিহিত করেন। তবে ফারুকী পরিচালিত ‘আয়না মহল’ ধারাবাহিকে ফারুকীর অনুরোধে অভিনয় করেই অভিনয়ে চলার পথটা সুগম করেন তিনি। এই নাটকে অভিনয়ের শুরুতেই প্রথম শটে-ই ওকে হওয়ায় ফারুকী তাকে বুকে জড়িয়ে নেন। এর পর থেকে আজ পর্যন্ত অনেক পরিচালকের নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী। ফারুকীর নির্দেশনাতেই তিনি ‘ব্যাচেলর’ সিনেমাতে অভিনয় করেছিলেন। এর পর প্রচার বন্ধ হয়ে যাওয়া মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘মেহেরজান’ও অভিনয় করেছিলেন তিনি।


আরো সংবাদ



premium cement