নতুন বছর নিয়ে অপু-বুবলীর পরিকল্পনা
- বিনোদন প্রতিবেদক
- ০২ জানুয়ারি ২০২৪, ০০:০৫
এরই মধ্যে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সবাই। ২০২৪ সালে কে কি করবেন, কিভাবে এগোবেন তা নিয়েও হয়ে গেছে পরিকল্পনা। আর এই পরিকল্পনা সাজানো থেকে বাদ জাননি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই মুখ অপু বিশ্বাস ও শবনম বুবলী। এই দুই অভিনেত্রীর নতুন বছরের পরিকল্পনা নিয়েই এই প্রতিবেদন।
নতুন বছরের পরিকল্পনা নিয়ে অপু বিশ্বাস বলেছেন, নতুন বছরে নতুন পরিকল্পনায় হাঁটব। ২০২৩ সালের ভুলগুলো যেন ’২৪-এ না করি সেদিকে খেয়াল রাখব। আর ইচ্ছে আছে, ‘অপু-জয় প্রোডাকশন হাউজ’ থেকে একাধিক সিনেমা নির্মাণের।
তিনি বলেন, ‘সবার আগে আমি একজন অভিনেত্রী। প্রযোজনায় এসেছি চলতি বছর। আর প্রথম সিনেমা ‘লাল শাড়ী’ দিয়ে দর্শকদের দারুণ সাড়া পেয়েছি। তখনই ভক্ত-দর্শকদের জানিয়েছি, অপু-জয় প্রোডাকশন হাউজ থেকে নিয়মিত সিনেমা আসবে। মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেয়া হয়নি। আশা করি, এবার সেই ঘোষণা আসবে।’
নতুন কিছু ব্যবসায় শুরু কথা জানিয়ে তিনি বলেন, নতুন বছর আমি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসায় তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে সেদিকে।
নতুন ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পর্কে জানতে চাইলে অপু বলেন, ‘এটি এখনই বলা যাবে না। সব কিছু চূড়ান্ত করার পরই জানাব। আর এই ঘোষণা শিগগির আসবে।’
২০২৩ সালে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন শবনম বুবলী। তবে ভালো কাজের স্বীকৃতি যেন ঢেকে গেছে তার ব্যক্তি জীবনের সেই আলোচনা। বছর শেষে হিসাব-নিকাশ ঠিক যেন তাই মিলিয়ে দিলো। তাইত, চার সিনেমা দিয়ে ২০২৩ মাতানো বুবলীর নামের পাশে সেরা নায়িকার ট্যাগলাইন বসিয়েছেন সিনেবোদ্ধারা। চলতি বছরও সেই ধারাবাহিকতা বাজায় রাখার চেষ্টায় আছেন এই নায়িকা।
এ বছরের শুরুতে ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমায় ঢালিউড কিং শাকিবের বিপরীতে কাজ করেছেন বুবলী। এ ছাড়াও নিরবের সাথে ‘ক্যাসিনো’ ও মাহফুজ আহমেদের সাথে ‘প্রহেলিকা’ সিনেমা অভিনেত্রীর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে।
বছরের প্রথম দিন ২০২৪ সালের শুভেচ্ছা জানিয়েছেন বুবলী। সেই সাথে সবার কাছে দোয়াও কামনা করেছেন এই নায়িকা।
অভিনেত্রী বলেন, ‘আমি সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাক্সক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই। আমাকে ও আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ সালকে এত সুন্দর করে তোলার জন্য। ২০২৪ সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।
বছরের শেষে দিকে এসে একটি নতুন সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। সিনেমার নাম ‘পুলসিরাত’। আনন জামানের কাহিনী-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। ‘পুলসিরাত’ এর প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান। এ ছাড়া বুবলীর হাতে রয়েছে ‘রিভেঞ্জ’, ‘মায়া: দ্য লাভ’, ‘কয়লা’ ‘বিট্রে লন্ডন লাভ’, ‘দেয়ালের দেশ’, ‘খেলা হবে’ সিনেমা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা