মৃদুলার নিস্তব্ধ নিথর চারিদিক
- ০৮ নভেম্বর ২০২২, ০০:০৫
দীর্ঘ দিন বিরতির পর মিষ্টি আর সুরেলা কণ্ঠের গায়িকা মৃদুলা সমাদ্দারের নতুন মৌলিক গান আজ প্রকাশ পেতে যাচ্ছে। গানের শিরোনাম ‘নিস্তব্ধ নিথর চারিদিক’। গানটি লিখেছেন জাকারিয়া জালাল, সুর সঙ্গীত করেছেন ইউসুফ আহমেদ খান এবং সঙ্গীতায়োজন করেছে সাউ-হ্যাকার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পার্বত রায়হান। দীর্ঘদিন পর নতুন মৌলিক গান প্রসঙ্গে মৃদুলা সমাদ্দার বলেন, ‘অনেক দিন পর প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ। শ্রদ্ধেয় জাকারিয়া জালাল ভাইয়ের লেখা ও ইউসুফের সুর সঙ্গীতে আমার গাওয়া এই গানটি নিয়ে বলা যায় দীর্ঘদিনের স্বপ্ন। আমার গান যারা শুনেছেন, শুনছেন, শুনবেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত আমার সঙ্গীত গুরুদের দেখানো পথে সাধনা করে যেতে পারি। সবার কাছে আশীর্বাদ কাম্য। আর নিস্তব্ধ নিথর চারিদিক-গানটি শোনার জন্য সবার প্রতিই বিশেষ অনুরোধ রইলো। গানটি নিয়ে আমি খুউব আশাবাদী।’ আজ ৭ নভেম্বর ‘ওযাই বিটস’ ইউটিউব চ্যানেলে মৃদুলার নতুন গান ‘নিস্তব্ধ নিথর চারিদিক’ প্রকাশিত হবে। মৃদুলার জন্ম পিরোজপুর জেলার কাউখালীতে । বাবা মৃণাল কান্তি সমদ্দারের কাছে গানে হাতেখড়ি। ওস্তাদ পবিত্র সাহা তার প্রথম গুরু। ২০০৩ সালে শিক্ষা সপ্তাহে নজরুল সঙ্গীতে জাতীয় পুরস্কার পান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন নজরুল সঙ্গীতে। ২০০৭ সালে এটিএন বাংলা আয়োজিত এটিএন তারকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন তিনি। পেশাগতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে প্রভাষক তিনি। হিসেবে কাজ করছি। মৃদুলার প্রথম মৌলিক গান ‘গোধূলি সেই বিকেলে’। গানের কথা লিখেছিলেন দেলোয়ার আরজুদা শরফ এবং সুর সঙ্গীত করেছিলেন মান্নান মোহাম্মদ। এ পর্যন্ত ২টি একক অ্যালবাম, বেশ কয়েকটি মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। বিভিন্ন নাটকে গান গাওয়ার পাশাপাশি তিনটি সিনেমাতেও প্লে-ব্যাক করেছেন। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তার ২৩ টি মৌলিক গান রয়েছে। ওস্তাদ পবিত্র সাহার পর ওস্তাদ পতিত পাবন নট্টের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন তিনি। ছোটবেলা থেকেই খেলাঘর, উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন মৃদুলা। শিশু একাডেমি, শিল্পকলা একাডেমিসহ জাতীয় পর্যায়ে বিভিন্ন শিশু কিশোর প্রতিযোগিতায় ও অংশগ্রহণ করেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা