২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আজ থেকে শুরু মাহফুজ-বুবলীর ‘প্রহেলিকা’

-

গুণী নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় আজ থেকে সিলেটে শুরু হতে যাচ্ছে চয়নিকা চৌধুরীর পরিচালনায় দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। এই সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছেন নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলী। তারা যে পর্দায় জুটি হয়ে আসছেন তা গেলো এপ্রিল মাসেই ঘোষণা আসে। এর মাঝে সিনেমা নির্মাণের প্রস্তুতি নিয়ে চয়নিকা চৌধুরীর অনেক সময় পেরিয়ে গেছে। গেলো সপ্তাহে চয়নিকা চৌধুরী নিজে লোকেশনে ঘুরে এসে নিশ্চিত করেছেন যে সিলেটের লোকেশনেই শুটিং সম্পন্ন হবে। সে অনুযায়ী গতকালই সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন চয়নিকা চৌধুরী ও তার পুরো টিম। যাত্রা শুরু করে ফেসবুকে চয়নিকা চৌধুরী লিখেন,‘ স্বপ্ন হলো সত্যি, যাই তাহলে, প্রার্থনায় রাখবেন।’ মাহফুজ আহমেদ জানান, গতকাল মঙ্গলবার সকালেই তিনি সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন। মাহফুজ আহমেদ বলেন,‘ টানা দুই সপ্তাহ সিলেটে শুটিং করবো।’ প্রহেলিকা সিনেমায় মাহফুজ আহমেদ ও বুবলী জুটির ব্যাপারে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, তিনি মাহফুজকে তার প্রথম সিনেমায় নিতে চেয়েছিলেন। কিন্তু নেয়া হয়নি। এবার সেই সুযোগ হয়েছে। আর বুবলীকে নিয়েছেন, কারণ এ সিনেমায় তাকে খুব ভালো মানাবে। প্রহেলিকা দিয়ে অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়াবেন মাহফুজ আহমেদ। সর্বশেষ তিনি ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন। আর তার সর্বশেষ সিনেমা ‘জিরো ডিগ্রি’ মুক্তি পেয়েছিল আরো আগে, ২০১৫ সালে। মাহফুজ আহমেদের কর্মজীবন শুরু হয় সাংবাদিকতা দিয়ে। তিনি পূর্ণিমা পত্রিকার বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করতেন। ১৯৮৯ সালে বিটিভির ধারাবাহিক ‘কোন কাননের ফুল’-এ ছোট একটি চরিত্রে অভিনয় করেন। এরপর হুমায়ূন আহমেদের কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি পান। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক। এরপর দুই দুয়ারী, জয়যাত্রা, মেঘের পরে মেঘ, লাল সবুজ ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন। উল্লেখ্য, চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ^সুন্দরী’। এতে অভিনয় করেছিলেন সিয়াম আহমেদ ও পরীমণি’সহ আরো অনেকে। সিনেমাটি কয়েকটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করে। তবে প্রহলিকা’ নিয়ে চয়নিকা চৌধুরীর স্বপ্ন আরো অনেক বেশি। তার সেই স্বপ্ন পূরণে তার প্রহেলিকা’ টিম পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করবে, এটাই বিশ^াস করেন তিনি। প্রহেলিকার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পান্থ শাহরিয়ার। পান্থ শাহরিয়ারের গল্পে নতুন এক মাহফুজ ও বুবলীকে খোঁজে পাবেন দর্শক, এমনটাই প্রত্যাশা চয়নিকা চৌধুরীর।


আরো সংবাদ



premium cement
টেকনাফে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা

সকল