২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এখনো দর্শক খোঁজেন নূর-সুবর্ণা জুটিকে

-

যেকোনো কিছু মনেপ্রাণে করলে ভালো ফলাফল পাওয়া যায়। এই পাওয়াটা অবশ্য কখনো তাৎক্ষণিক কখনো বা বিলম্বে হয়। তবে যখনই প্রাপ্তি ঘটুক তার আনন্দ হয় সীমাহীন। আমাদের দেশের নাটকপাড়ার আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মুস্তাফার দিকে তাকালে সেটি আরো ভালোভাবে বোঝা যায়। এই দু’জন মানুষ ক্যারিয়ারের শুরু থেকেই দর্শক জনপ্রিয়তারা শীর্ষে রয়েছেন; যা এত বছর পরও সমানভাবে অভ্যাহত রয়েছে। তারা দু’জন একসাথে প্রথমে আলোচনায় এসেছিলেন হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকের মধ্য দিয়ে। এটি বাংলা নাটকের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অবস্থানে রয়েছে। তিন দশক পরও এই নাটকের কথা দর্শক ভোলেননি, কিংবা এখনো দর্শক নিজে থেকে আগ্রহ নিয়ে ইউটিউবে খোঁজে খোঁজে এই নাটক দেখেন। এখনো দর্শক বাংলাদেশের নাট্যাঙ্গনের জীবন্ত কিংবদন্তি দুই অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মুস্তাফার অভিনয় দেখেন প্রাণভরে।
এই নাটকে আসাদুজ্জামান নূর অভিনয় করেছিলেন ‘বাকের ভাই’ চরিত্রে আর সুবর্ণা মুস্তাফা অভিনয় করেছিলেন ‘মুনা’ চরিত্রে। দু’টি চরিত্র দর্শকের মনে এতটাই গেঁথে গেছে যে, এখনো দর্শক তাদের ভোলেননি।
ভালো নাটকের ইতিহাস খুঁজতে গেলে চলে আসে ‘কোথাও কেউ নেই’ নাটকের কথা। এ নাটকের পর আসাদুজ্জামান নূর হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’সহ আরো বেশ কিছু নাটকে অভিনয় করেছিলেন। সর্বশেষ ২০১৬ সালে তারা দু’জন মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় ‘মাটির প্রদীপ’ নাটকে অভিনয় করেছিলেন।
অভিনয় জীবনে তাদের বড় প্রাপ্তি তারা দু’জনই তাদের অভিনয় দিয়ে এ দেশের কোটি কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন এবং এখনো দর্শক তাদের নতুন নাটক দেখার প্রত্যাশা রাখেন। তাদের অভিনীত পুরনো নাটকগুলোর কমেন্ট দেখলেই তা স্পষ্ট বোঝা যায়। দর্শক এখনো এ জুটিকে নাটকে দেখার আগ্রহ প্রকাশ করেন প্রতিনিয়ত। আবার রাজনৈতিক জীবনেও সফল দু’জন।
আসাদুজ্জামান নূর বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রীও হয়েছিলেন। বর্তমানে তিনি সংসদ সদস্য। অন্য দিকে সুবর্ণা মুস্তাফাও সংসদ সদস্য।
এ দিকে গতকাল রোববার ছিল আসাদুজ্জামান নূরের জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘নূর ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি তিনি সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন। সংস্কৃতি অঙ্গনে তার সক্রিয় অংশগ্রহণ আরো বাড়–ক এবং মাঝে মধ্যে ভালো গল্পের নাটকে অভিনয় করলেও ভালো হয়।’ আসাদুজ্জামান নূর জানান, বছরের অন্যান্য দিনের মতোই স্বাভাবিক একটি দিন কেটেছে তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার জন্মদিনকে ঘিরে কোনো আয়োজনে অংশগ্রহণ করি না। আমার ৫০তম, ৬০তম ও ৭৫ বছরেও যখন পা রেখেছিলাম তখন আমার নাট্যদলকে কোনো বিশেষ আয়োজন করতে নিষেধ করেছিলাম। ছোটবেলায়ও আমার জন্মদিন বিশেষভাবে উদযাপন করা হতো না। বাড়িতে হয়তো সেদিন মা একটু বেশি রান্না করতেন। আর তেমন বিশেষ কিছু নয়।’ নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে আসাদুজ্জামান নূর চার দশকের বেশি ধরে মঞ্চে অভিনয় করছেন। এই দলের হয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন ‘তৈলো সঙ্কট’ নাটকে। টিভি নাটকে প্রথম অভিনয় করেন ‘রঙের ফানুষ’ নাটকে। সিনেমাতে দর্শক তাকে প্রথম দেখতে পান ‘শঙ্খনীল কারাগার’ নাটকে।


আরো সংবাদ



premium cement
ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’

সকল