ফিপ্রেসকির সর্বকালের সেরা পথের পাঁচালী
- বিনোদন প্রতিবেদক
- ৩১ অক্টোবর ২০২২, ০০:০৫
ভারতীয় সিনেমার ইতিহাসে সেরা দশের তালিকা করেছে জার্মানিভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপ্রেসকি)। সে তালিকায় শীর্ষে রয়েছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। সম্প্র্রতি সংস্থাটি এ বিষয়ে একটি জরিপ সম্পন্ন করে। যাতে এ সিনেমার নাম প্রথমে রাখা হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৯২৯ সালের উপন্যাসের ভিত্তিতে ১৯৫৫ সালে এ সিনেমা দিয়েই পরিচালকের তালিকায় নাম লেখান সত্যজিৎ রায়। এখন পর্যন্ত বানানো ভারতীয় সিনেমা জগতের ইতিহাসে সবচেয়ে সেরা সিনেমাগুলোর একটি ‘পথের পাঁচালী’। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ১৯৬০ সালের ঋত্বিক ঘটকের সিনেমা ‘মেঘে ঢাকা তাঁরা’, তারপর মৃণাল সেনের ১৯৬৯ সালের ‘সিনেমা ভূবন সোম’। চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছে আদর গোপালাকৃষ্ণার ১৯৮১ সালের মালয়ালম সিনেমা ‘এল্লিপাথথাম’, গিরিশ কাসারাভাল্লির ১৯৭৭-এর ‘ঘাটশ্রাদ্ধ’ এবং এমএস সাথুর ১৯৭৩ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘গরম হাওয়া’। সপ্তম অবস্থানে রয়েছে সত্যজিৎ রায়ের ১৯৬৪ সালে বানানো আরেকটি সিনেমা ‘চারুলতা’। তারপর রয়েছে ১৯৭৪-এর শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’, গুরু দত্তের ১৯৫৪-এর সিনেমা ‘পয়সা’ রয়েছে নবম অবস্থানে, আর দশমে রয়েছে ১৯৭৫ সালে মুক্তি পাওয়া রমেশ সিপ্পির ‘শোলে’। ১৯৩০-এ গড়ে ওঠা সংস্থাটি বেশ কিছু অ্যাওয়ার্ডেরও প্রচলন করেছে। যেমন- ভিয়েনা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ও কান ফিল্ম ফেস্টিভাল, ভেনিস ফিল্ম ফেস্টিভাল, ওয়ারো ফিল্ম ফিস্টিভাল ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব কেরালা। গোপনে এ জরিপ পরিচালনা করে ফিপ্রেসকি। তাতে অংশ নেয় ফিপ্রেসকি ইন্ডিয়ার ৩০ সদস্য। সেরা দশের তালিকায় রয়েছে পাঁচটি হিন্দি, তিনটি বাংলা ও মালয়ালম ও কন্নড় ভাষার একটি করে দু’টি সিনেমা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা