২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফিপ্রেসকির সর্বকালের সেরা পথের পাঁচালী

-

ভারতীয় সিনেমার ইতিহাসে সেরা দশের তালিকা করেছে জার্মানিভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপ্রেসকি)। সে তালিকায় শীর্ষে রয়েছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। সম্প্র্রতি সংস্থাটি এ বিষয়ে একটি জরিপ সম্পন্ন করে। যাতে এ সিনেমার নাম প্রথমে রাখা হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৯২৯ সালের উপন্যাসের ভিত্তিতে ১৯৫৫ সালে এ সিনেমা দিয়েই পরিচালকের তালিকায় নাম লেখান সত্যজিৎ রায়। এখন পর্যন্ত বানানো ভারতীয় সিনেমা জগতের ইতিহাসে সবচেয়ে সেরা সিনেমাগুলোর একটি ‘পথের পাঁচালী’। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ১৯৬০ সালের ঋত্বিক ঘটকের সিনেমা ‘মেঘে ঢাকা তাঁরা’, তারপর মৃণাল সেনের ১৯৬৯ সালের ‘সিনেমা ভূবন সোম’। চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছে আদর গোপালাকৃষ্ণার ১৯৮১ সালের মালয়ালম সিনেমা ‘এল্লিপাথথাম’, গিরিশ কাসারাভাল্লির ১৯৭৭-এর ‘ঘাটশ্রাদ্ধ’ এবং এমএস সাথুর ১৯৭৩ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘গরম হাওয়া’। সপ্তম অবস্থানে রয়েছে সত্যজিৎ রায়ের ১৯৬৪ সালে বানানো আরেকটি সিনেমা ‘চারুলতা’। তারপর রয়েছে ১৯৭৪-এর শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’, গুরু দত্তের ১৯৫৪-এর সিনেমা ‘পয়সা’ রয়েছে নবম অবস্থানে, আর দশমে রয়েছে ১৯৭৫ সালে মুক্তি পাওয়া রমেশ সিপ্পির ‘শোলে’। ১৯৩০-এ গড়ে ওঠা সংস্থাটি বেশ কিছু অ্যাওয়ার্ডেরও প্রচলন করেছে। যেমন- ভিয়েনা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ও কান ফিল্ম ফেস্টিভাল, ভেনিস ফিল্ম ফেস্টিভাল, ওয়ারো ফিল্ম ফিস্টিভাল ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব কেরালা। গোপনে এ জরিপ পরিচালনা করে ফিপ্রেসকি। তাতে অংশ নেয় ফিপ্রেসকি ইন্ডিয়ার ৩০ সদস্য। সেরা দশের তালিকায় রয়েছে পাঁচটি হিন্দি, তিনটি বাংলা ও মালয়ালম ও কন্নড় ভাষার একটি করে দু’টি সিনেমা।


আরো সংবাদ



premium cement
ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’

সকল