‘মায়াবতী’তেও মুগ্ধতা ছড়াচ্ছেন তিশা
- বিনোদন প্রতিবেদক
- ২৯ অক্টোবর ২০২২, ০০:০০
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী নূসরাত ইমরোজ তিশা অভিনীত অরুণ চৌধুরী রচিত ও পরিচালিত ‘মায়াবতী’ সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর। সিনেমাটি মুক্তির প্রায় দুই বছর পর ২০২১ সালের মার্চ মাসে ইউটিউবে প্রকাশিত হয় ‘মায়াবতী’ সিনেমাটি। ইউটিউবে প্রকাশের পর আগ্রহী দর্শকরা সিনেমাটি প্রতিনিয়তই উপভোগ করছেন। এরই মধ্যে ইউটিউবে সিনেমাটি এখন পর্যন্ত উপভোগ করেছেন ১২ লক্ষাধিক ভিউয়ার্স। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। দু’জনের অনবদ্য অভিনয়ের সাথে এতে আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, আফরোজা বানু, ফজলুর রহমান বাবুসহ আরো অনেকে। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিশা। তার অভিনয়ে দর্শক মুগ্ধ হচ্ছেন এখনো। রিপ্পি নামের একজন দর্শক সিনেমাটি দেখার পর তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিখেছেন, ‘মায়াবতীর মায়ার প্রেমে পড়ে গেলাম’। আরেকজন দর্শক লিখেছেন, ‘তিশা বরাবরই তার প্রত্যেকটি কাজে একজন মেধাবী শিল্পীর স্বাক্ষর রাখেন। নিখুঁত, অনিন্দ্য অভিনয়।’ জান্নাতুল মাহবুবা লিখেছেন, ‘শেষ দিকে চোখ দিয়ে পানি চলে এলো। অসাধারণ, তিশা আপু মানেই অসাধারণ।’ মো: শাহীন আলম নামের একজন দর্শক লিখেছেন, ‘পরিচালক অরুণ চৌধুরী অবশ্যই প্রশংসার দাবিদার। ধন্যবাদ তাকে এত সুন্দর করে সমাজের নিম্ন শ্রেণীর মানুষের প্রতি উচ্চবিত্তদের শোষণ ও শাসনের চিত্র তুলে ধরার জন্য।’ তপতী রায় লিখেছেন, ‘দারুণ সুন্দর অচেনা মানুষের জীবনের ঘটনা এভাবে জানুক চেনা মানুষ। সিনেমার মাধ্যমে সমাজে শিক্ষাবিস্তার করে। অভিনয়ের জন্য তিশাকে অনেক অনেক আশীর্বাদ জানাই এবং সবার জন্য অভিনন্দন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা