২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এমিল ও গোয়েন্দা বাহিনীতে ফারজানা চুমকি

এমিল ও গোয়েন্দা বাহিনীতে ফারজানা চুমকি -

পরলোকগত গুণী চলচ্চিত্র পরিচালক বাদল রহমান পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ মুক্তি পেয়েছিল ১৯৮০ সালের ২৯ আগস্ট। সিনেমাটি সেসময় বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। সিনেমাটি প্রযোজনাও করেছিলেন বাদল রহমান। সেই সিনেমার গল্প নিয়েই এবার একটি টিভি চ্যানেলের জন্য কৌশিক শঙ্কর দাস নির্মাণ করছেন ৩০ পর্বের ধারাবাহিক নাটক ‘এমিল ও গোয়েন্দা বাহিনী’। এই ধারাবাহিক নাটকেই এমিলের মায়ের চরিত্রে অভিনয় করছেন নন্দিত অভিনেত্রী ফারজানা চুমকি। চুমকি বলেন, ‘এরই মধ্যে ধারাবাহিকটির শুটিংয়ে অংশ নিয়েছি আমি। আমি এমিলের মায়ের চরিত্রে অভিনয় করছি। এমিলের গোয়েন্দা বাহিনী-সিনেমাটি আমার আগে দেখা ছিল। যেহেতু সেই সিনেমা থেকেই এবার ধারাবাহিক নাটকটি নির্মিত হচ্ছে, তাই সিনেমাটি দেখার কারণে চরিত্রটি, গল্প বুঝতে অনেক সুবিধা হয়েছে। তা ছাড়া আমি এবারই প্রথম কৌশিক শঙ্কর দাসের নির্দেশনায় নাটকে অভিনয় করেছি। ভীষণ ভালো লেগেছে তার সাথে কাজ করতে। নাটকে আরো যারা অভিনয় করছেন প্রত্যেকেই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করছেন। যেহেতু ট্রেনে যেতে যেতে নাটকটির শুটিং হয়েছে, তাই কাজটিও দারুণ উপভোগ করেছি। আমি এই নাটকটি প্রচারের অপেক্ষায় আছি অধীর আগ্রহ নিয়ে।’ এরিক কাস্টমারের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ করেছেন মনসুরুর রহমান চঞ্চল। এদিকে ফারজানা চুমকি নিয়মিত টিভি নাটকে অভিনয় করার চেষ্টা করছেন। বাংলাভিশনে প্রচার চলতি নিমা রহমান পরিচালিত ‘গুলশান এভিনিউ সিজন-টু’, এটিএন বাংলায় মুরাদ পারভেজ পরিচালিত ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি নিয়মিত। সময় সুযোগ পেলে মঞ্চ নাটকেও তিনি অভিনয় করেন।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা সুন্দরবনে কার্গোর ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১ আখাউড়া স্থলবন্দরে যাত্রী পারাপার বন্ধ করল ভারত

সকল