২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শোবিজে তানিয়া বৃষ্টির এক দশক

শোবিজে তানিয়া বৃষ্টির এক দশক -

মিডিয়াতে পথচলার এক দশক পূর্ণ করেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ২০১২ সালে ‘চ্যানেল আই ভিট তারকা’ হিসেবে (প্রতিযোগিতায় সেকেন্ড রানার্সআপ) মিডিয়াতে তার যাত্রা শুরু হয়। ২০১৩ সালে প্রথম শরাফ আহমেদ জীবনের নির্দেশনায় জিপির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন তিনি। এরপর নাটকে ও সিনেমায় তার যাত্রা শুরু হয়। আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। দীর্ঘ এক দশকে তিনি অনেক জনপ্রিয় খণ্ডনাটক, ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, নিলয় আলমগীর, জোভান, তৌসিফ, ফারহান, আরশ খানসহ আরো অনেক জনপ্রিয় অভিনেতার বিপরীতেই তানিয়া বৃষ্টি অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। ১০ বছরের দীর্ঘ এই পথচলায় তানিয়া বৃষ্টি নিজেকে অভিনেত্রী হিসেবেই দাঁড় করানোর চেষ্টা করেছেন। ভালো ভালো গল্পের প্রতিই তার মনোযোগ এখন। ভিটের মধ্য দিয়ে যখন তিনি মিডিয়াতে পা রেখেছিলেন সেই সময় ভিট চ্যাম্পিয়ন হয়েছিলেন নওশীন ও প্রথম রানার্সআপ হয়েছিলেন আজমেরী আশা। নওশীনকে পরে আর মিডিয়াতে দেখা যায়নি। আজমেরী আশাও অভিনয়ে নিয়মিত নন। আর বাকি যারা ছিলেন তাদেরও খবরে নেই; যে কারণে ২০১২ সালের ভিট তারকাদের মধ্যে সবচেয়ে সফল, সবার চেয়ে এগিয়ে ও ব্যস্ত তানিয়া বৃষ্টিই। নির্মাতাদের কাছে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছেন। হয়ে উঠেছেন দর্শকের কাছে প্রিয়। নিজের আজকের অবস্থান প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমার আজকের অবস্থানের জন্য শুরুতেই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তিনি আমাকে যে অবস্থানে রেখেছেন তাতেই আমি সন্তুষ্ট। আর যে মানুষটি আমার জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি আমার গর্ভধারিণী মা হেলেনা বেগম। মায়ের ঋণ কোনো দিনই শোধ করা যাবে না।


আরো সংবাদ



premium cement
সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা সুন্দরবনে কার্গোর ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১

সকল